কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭২১ বার পড়া হয়েছে

অফ-রোড বাইকের জগতে নতুন সংযোজন হতে যাচ্ছে KTM 390 এনডুরো R। জনপ্রিয় অস্ট্রিয়ান ব্র্যান্ড KTM ঘোষণা করেছে যে বাইকটি আগামীকাল ১১ এপ্রিল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

এই ৩৯৯ সিসি ইঞ্জিনযুক্ত বাইকটি ৪৫.৩ বিএইচপি শক্তি ও ৩৯ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। বিশেষভাবে অফ-রোডিং উপযোগী করে তৈরি এই মডেলটিতে রয়েছে ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৮ ইঞ্চি রিয়ার স্পোক হুইল, উন্নত সাসপেনশন ও আধুনিক TFT ডিসপ্লে।

ভারতের বাজারে এর দাম হতে পারে প্রায় ৩.৩ লাখ রুপি। যদিও বাংলাদেশে এর আনুষ্ঠানিক লঞ্চ ও মূল্য এখনো ঘোষণা করা হয়নি, বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ ইতোমধ্যেই বেশ জোরালো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল!

আপডেট সময় : ০৮:২৩:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

অফ-রোড বাইকের জগতে নতুন সংযোজন হতে যাচ্ছে KTM 390 এনডুরো R। জনপ্রিয় অস্ট্রিয়ান ব্র্যান্ড KTM ঘোষণা করেছে যে বাইকটি আগামীকাল ১১ এপ্রিল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে।

এই ৩৯৯ সিসি ইঞ্জিনযুক্ত বাইকটি ৪৫.৩ বিএইচপি শক্তি ও ৩৯ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। বিশেষভাবে অফ-রোডিং উপযোগী করে তৈরি এই মডেলটিতে রয়েছে ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৮ ইঞ্চি রিয়ার স্পোক হুইল, উন্নত সাসপেনশন ও আধুনিক TFT ডিসপ্লে।

ভারতের বাজারে এর দাম হতে পারে প্রায় ৩.৩ লাখ রুপি। যদিও বাংলাদেশে এর আনুষ্ঠানিক লঞ্চ ও মূল্য এখনো ঘোষণা করা হয়নি, বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ ইতোমধ্যেই বেশ জোরালো।