শিরোনাম :
Logo বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার! Logo তেঁতুলিয়া এলজিইডি অফিসে দুদকের অভিযান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে তদন্ত Logo নাবা জিরো ৫৫ বীজে ভুট্টার ফলন হয়নি, চুয়াডাঙ্গায় শতাধিক কৃষকের কোটি টাকার ক্ষতি Logo ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা Logo নির্বাচনব্যবস্থা সংস্কারে কয়েকটি প্রস্তাব Logo সমালোচনা ও আত্মসমালোচনা Logo দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার, বললেন তথ্য উপদেষ্টা Logo মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন Logo ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত Logo রাজনৈতিক চাপে জুলাই চার্টার দ্রুত করে নির্বাচনের দিকে যাচ্ছে সরকার

কেউ বলতে পারবে না আমার ছবিগুলো অশ্লীল !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এশা গুপ্তা। সম্প্রতি বেশ কিছু অর্ধনগ্ন ও টপলেন ছবি পোস্ট করে শিরোনামে এসেছেন এ বলিউড অভিনেত্রী।

ইনস্টাগ্রামে তার মোহনীয় ছবি দেখে অনেকেই বিদ্রূপ করেছেন। তবে এসবের কোনো কিছুই গায়ে মাখছেন না এশা।

তার দাবি ‘আমাদের দেশে নারীদেরকে চিরকালই দোষারোপ করা হয়। মেয়ে শিশু জন্ম নিলে তাদের দোষ দেওয়া হয়, এমনকি ধর্ষণ হলেও তাদের দোষারোপ করা হয়। সুতরাং আমি জানতাম এ রকম স্থানে আমাকে তোপের মুখে পড়তে হবে। কারণ কিছু অকর্ম মানুষের কাজই প্রথম সুযোগে তারকাদের নিচে নামানো। আমি যখন মডেল ছিলাম তখন এ ধরনের ফটোশুট করেছি। আমি টপলেস এবং নগ্নও হয়েছিলাম। আমাকে তখন এ বিষয়ে কেউ জিজ্ঞেসও করেনি। তাহলে এ ব্যক্তিরা কারা যারা আমার ছবি নিয়ে আপত্তি তোলে? এটা আমার শরীর এবং খুবই নানন্দিকভাবে ফটোশুট করা হয়েছে। ’

তিনি আরো বলেন, “সূক্ষ্ম একটা সীমারেখা রয়েছে যা অতিক্রম করলে আপনাকে অশ্লীল দেখাবে। কেউ বলতে পারবে না আমার ছবিগুলো অশ্লীল। আমি ঘৃণার চেয়ে ভালোবাসাই বেশি পেয়েছি, তবে মানুষের অন্তর থেকে হারিয়ে যাওয়ার চেয়ে ঘৃণা ভালো। আমি এখন আমার সবচেয়ে ভালো গড়নে রয়েছি। যদিও আমরা জানতাম এর পরিণতি কী হবে, আমরা ভাবলাম, ‘এখন যদি না হয়, তাহলে কখন?’’

পুরুষের মনোভাব এবং নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্যের বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘একজন নারী সাহসী হলেই পুরুষের সমস্যা সৃষ্টি হয়। তাদের পুরুষত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। তারা সংস্কারি; যদিও তারা মোবাইল ফোনে এই ছবিগুলো সংরক্ষণ করে রাখে। আর অজন্তা ও এলোরা এবং কামাসূত্রের দেশে আমরা এমন এক নারীর ফটোশুট নিয়ে আপত্তি জানাচ্ছি, যে কিনা নিজের ইচ্ছায় এটি করেছে। আমি চিন্তা করলাম তাদের দেখিয়ে দিই। এটি ভেবেই আমি এই ফটোশুটের সিদ্ধান্ত নিয়েছি। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে এবং আমি সেগুলো লুকিয়ে রাখতে চাইনি। বিষয়টি হচ্ছে আমার শরীর নিয়ে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং স্বস্তিতে রয়েছি। ’

ইন্ডাস্ট্রির কেউ ছবিটি নিয়ে মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে এশা গুপ্তা বলেন, “হ্যাঁ, কয়েকজন করেছেন। যেমন মিলান লুথারিয়া বলেছেন, ‘এই ছবিগুলোতে তোমাকে অসাধারণ লাগছে। কোনো সমস্যা হলে আমি তোমার পাশে আছি। ’ এটি শুনে আমি খুবই স্বস্তি পেয়েছি এবং খুশি হয়েছি। ”

এশা গুপ্তা অভিনীত পরবর্তী সিনেমা বাদশাহো। সিনেমাটি পরিচালনা করেছেন মিলান লুথারিয়া। এতে আরো অভিনয় করছেন-অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, বিদ্যুৎ জামাল প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!

কেউ বলতে পারবে না আমার ছবিগুলো অশ্লীল !

আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

এশা গুপ্তা। সম্প্রতি বেশ কিছু অর্ধনগ্ন ও টপলেন ছবি পোস্ট করে শিরোনামে এসেছেন এ বলিউড অভিনেত্রী।

ইনস্টাগ্রামে তার মোহনীয় ছবি দেখে অনেকেই বিদ্রূপ করেছেন। তবে এসবের কোনো কিছুই গায়ে মাখছেন না এশা।

তার দাবি ‘আমাদের দেশে নারীদেরকে চিরকালই দোষারোপ করা হয়। মেয়ে শিশু জন্ম নিলে তাদের দোষ দেওয়া হয়, এমনকি ধর্ষণ হলেও তাদের দোষারোপ করা হয়। সুতরাং আমি জানতাম এ রকম স্থানে আমাকে তোপের মুখে পড়তে হবে। কারণ কিছু অকর্ম মানুষের কাজই প্রথম সুযোগে তারকাদের নিচে নামানো। আমি যখন মডেল ছিলাম তখন এ ধরনের ফটোশুট করেছি। আমি টপলেস এবং নগ্নও হয়েছিলাম। আমাকে তখন এ বিষয়ে কেউ জিজ্ঞেসও করেনি। তাহলে এ ব্যক্তিরা কারা যারা আমার ছবি নিয়ে আপত্তি তোলে? এটা আমার শরীর এবং খুবই নানন্দিকভাবে ফটোশুট করা হয়েছে। ’

তিনি আরো বলেন, “সূক্ষ্ম একটা সীমারেখা রয়েছে যা অতিক্রম করলে আপনাকে অশ্লীল দেখাবে। কেউ বলতে পারবে না আমার ছবিগুলো অশ্লীল। আমি ঘৃণার চেয়ে ভালোবাসাই বেশি পেয়েছি, তবে মানুষের অন্তর থেকে হারিয়ে যাওয়ার চেয়ে ঘৃণা ভালো। আমি এখন আমার সবচেয়ে ভালো গড়নে রয়েছি। যদিও আমরা জানতাম এর পরিণতি কী হবে, আমরা ভাবলাম, ‘এখন যদি না হয়, তাহলে কখন?’’

পুরুষের মনোভাব এবং নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্যের বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘একজন নারী সাহসী হলেই পুরুষের সমস্যা সৃষ্টি হয়। তাদের পুরুষত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। তারা সংস্কারি; যদিও তারা মোবাইল ফোনে এই ছবিগুলো সংরক্ষণ করে রাখে। আর অজন্তা ও এলোরা এবং কামাসূত্রের দেশে আমরা এমন এক নারীর ফটোশুট নিয়ে আপত্তি জানাচ্ছি, যে কিনা নিজের ইচ্ছায় এটি করেছে। আমি চিন্তা করলাম তাদের দেখিয়ে দিই। এটি ভেবেই আমি এই ফটোশুটের সিদ্ধান্ত নিয়েছি। ছবিগুলো খুবই সুন্দর হয়েছে এবং আমি সেগুলো লুকিয়ে রাখতে চাইনি। বিষয়টি হচ্ছে আমার শরীর নিয়ে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং স্বস্তিতে রয়েছি। ’

ইন্ডাস্ট্রির কেউ ছবিটি নিয়ে মন্তব্য করেছেন কিনা জানতে চাইলে এশা গুপ্তা বলেন, “হ্যাঁ, কয়েকজন করেছেন। যেমন মিলান লুথারিয়া বলেছেন, ‘এই ছবিগুলোতে তোমাকে অসাধারণ লাগছে। কোনো সমস্যা হলে আমি তোমার পাশে আছি। ’ এটি শুনে আমি খুবই স্বস্তি পেয়েছি এবং খুশি হয়েছি। ”

এশা গুপ্তা অভিনীত পরবর্তী সিনেমা বাদশাহো। সিনেমাটি পরিচালনা করেছেন মিলান লুথারিয়া। এতে আরো অভিনয় করছেন-অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, বিদ্যুৎ জামাল প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।