বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র সাবেক সভাপতি,বর্তমান কেন্দ্রীয় সদস্য মাওলানা মো. রইস উদ্দিনের নির্মাম হত্যার প্রতিবাদ,দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কচুয়া পৌরসভার সামনে প্রায় ঘন্টব্যাপী এ মানববন্ধন করা হয়। বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি কচুয়া পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় পৌরসভার সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, মাওলানা রইস উদ্দিনকে পরিকল্পিত ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
মাওলানা শাহজালালের পরিচালনায় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, আলমগীর শাহ আল কাদ্বেরী,মাওলানা মনির হোসেন,মাওলানা মামুনুর রশিদ,মাওলানা সেলিম হোসেন, ফখরুদ্দিন প্রমুখ। এসময় কামরুল হাসান চৌধুরীসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।