জুটি বাঁধছেন বরুণ-আনুশকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৬:১০ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডে দু’জনের পথ চলা শুরু বড় পরিসরেই। একজনের হাত ধরেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। অন্যজনের হার ধরেছিলেন করণ জোহর। তারপর নিজেদের যোগ্যতার জোরেই পায়ের তলার মাটি শক্ত করেছেন। বলছিলাম বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মার কথা।

তবে এতদিন একফ্রেমে ধরা দেননি বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। বলিউডের এই আনকোরা জুটিকে নিয়েই নিজের নতুন ছবি তৈরি করতে চলেছেন পরিচালক শরত কাটারিয়া। ছবির নাম ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’।

আদিত্য চোপড়ার যশরাজ ব্যানারেই তৈরি হচ্ছে নতুন এই ছবি। একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন বরুন ও আনুশকা। তাই চেনা-জানা আগে থেকেই রয়েছে। তবে এই প্রথম আনুশকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি বরুণ। আনুশকাও খুশি বরুণের মতো সহ-অভিনেতা পেয়ে।

শুটিং শুরু করার আগে আনুশকা শেষ করতে চান ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচারের কাজ। আর বরুণকে শেষ করতে হবে ‘জুড়ুয়া ২’-এর কাজ। এরপরই শুরু হবে ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’-র শুটিং।

ইতিমধ্যেই ‘দম লাগা কে হেইসা’র জন্য জাতীয় পুরষ্কার রয়েছে শরৎ কাটারিয়ার ঝুলিতে। সেই মেজাজেই নতুন এই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। বলিউডের এই আনকোরা জুটিকে তার ক্যামেরার সামনে কতটা মানাবে, সব ঠিক থাকলে তার উত্তর মিলবে চলতি বছরের অক্টোবর মাসে।

ট্যাগস :

জুটি বাঁধছেন বরুণ-আনুশকা !

আপডেট সময় : ১১:৪৬:১০ পূর্বাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডে দু’জনের পথ চলা শুরু বড় পরিসরেই। একজনের হাত ধরেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। অন্যজনের হার ধরেছিলেন করণ জোহর। তারপর নিজেদের যোগ্যতার জোরেই পায়ের তলার মাটি শক্ত করেছেন। বলছিলাম বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মার কথা।

তবে এতদিন একফ্রেমে ধরা দেননি বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। বলিউডের এই আনকোরা জুটিকে নিয়েই নিজের নতুন ছবি তৈরি করতে চলেছেন পরিচালক শরত কাটারিয়া। ছবির নাম ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’।

আদিত্য চোপড়ার যশরাজ ব্যানারেই তৈরি হচ্ছে নতুন এই ছবি। একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন বরুন ও আনুশকা। তাই চেনা-জানা আগে থেকেই রয়েছে। তবে এই প্রথম আনুশকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি বরুণ। আনুশকাও খুশি বরুণের মতো সহ-অভিনেতা পেয়ে।

শুটিং শুরু করার আগে আনুশকা শেষ করতে চান ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচারের কাজ। আর বরুণকে শেষ করতে হবে ‘জুড়ুয়া ২’-এর কাজ। এরপরই শুরু হবে ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’-র শুটিং।

ইতিমধ্যেই ‘দম লাগা কে হেইসা’র জন্য জাতীয় পুরষ্কার রয়েছে শরৎ কাটারিয়ার ঝুলিতে। সেই মেজাজেই নতুন এই ছবি তৈরি করতে চলেছেন পরিচালক। বলিউডের এই আনকোরা জুটিকে তার ক্যামেরার সামনে কতটা মানাবে, সব ঠিক থাকলে তার উত্তর মিলবে চলতি বছরের অক্টোবর মাসে।