কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানের নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ৩০ এপ্রিলের মধ্যে সমস্ত পাক নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশ কিছুটা শিথিল করা হয়েছে মন্ত্রণালয়ের তরফে।
পাকিস্তানিদের ভারত ছেড়ে যাওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাক নাগরিকরা আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে ফিরে যেতে পারবেন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাক নাগরিকদের ফিরে যাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জারি করা সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে, ‘এর আগে জানানো হয়েছিল ১ মে-র আগে সমস্ত পাক নাগরিককে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে। সেই নির্দেশের পর্যালোচনা করে আংশিক পরিবর্তন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাক নাগরিকরা আত্তারির ইন্টিগ্রেটেড চেক পোস্টের মাধ্যমে ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যেতে পারবেন।’
ভারতের বিভিন্ন প্রান্তেই বসবাস করছেন একাধিক পাকিস্তানি নাগরিক। কেউ বিয়ে করে ভারতে থেকে গিয়েছেন, কেউ মেডিক্যাল ভিসা নিয়ে চিকিৎসা করাতে এসেছেন। পহেলগামে হামলার পর ভারত সরকারের নির্দেশ মতো পাক নাগরিকরা ভারত ছাড়তে শুরু করেন। এখনও পর্যন্ত ৭৫০-র বেশি পাকিস্তানি নাগরিক আত্তারি সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরেছেন। কিন্তু এখনও অনেক পাক নাগরিকই ফিরে যেতে পারেননি। তারা এখনও রয়েছেন ভারতে। তারা যাতে সুষ্ঠভাবে পাকিস্তানে ফিরে যেতে পারেন, সে জন্যই এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।