শিরোনাম :
Logo সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান Logo জীবননগরের উথলীতে আবারও রেললাইনে ফাটল, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল Logo Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম Logo চাঁদপুর জেলা পুলিশের সফল অভিযান; গত ৩ মাসে ১০৩ জন কিশোর গ্যাং ও ডাকাত আটক Logo শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল Logo ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার মেলে Logo জিহ্বা দেখেই বুঝে নিন শরীরে কোন রোগ বাসা বেঁধেছে Logo ঈদ উদযাপনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা আসিফ মাহমুদ এর Logo মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এলো জাহাজভর্তি মাটিমিশ্রিত কয়লার চালান

ইইউর জরিমানার মুখে ফেসবুক!

  • আপডেট সময় : ১১:৫০:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৪ সালে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে অনুমোদন চাওয়া হয়েছিল ইইউর অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষের। সংশ্লিষ্টরা যথাযথ অনুসন্ধান শেষে এ অধিগ্রহণ অনুমোদন করে। বলা হয়, এতে বাজারে কোনো একচেটিয়া প্রভাব তৈরি হবে না। ইইউর দাবি, সম্প্রতি বেশকিছু তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দুই হাজার ২০০ কোটি ডলার মূল্যের অধিগ্রহণ সম্পন্ন করতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছিল ফেসবুক।
হোয়াটসঅ্যাপ অধিগ্রহণে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুক ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে ভুল তথ্য দিয়ে ইইউর একীভূতকরণ আইন ভঙ্গ করেছে। এ কারণে কয়েক মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতে পারে ফেসবুককে।
ইইউর কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্তেগার জানিয়েছেন, চলতি বছর আগস্টে গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনে ফেসবুক। পরিবর্তিত নীতির আওতায় হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি ফেসবুক কিছু ব্যবহারকারীর ফোন নম্বর শেয়ার করেছে, যা ইইর ডাটা সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে ফেসবুক ইইউকে নিশ্চিত করেছিল যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডাটা তারা অন্য কোনো সেবার সাথে সংযুক্ত করবে না। বিজ্ঞাপন বা যেকোনো ব্যবসায় স্বার্থে অন্য কোথাও মেসেজিং সেবাটির ডাটা ব্যবহার হবে না। কিন্তু চলতি বছর শুরুর দিকে প্রতিশ্রুতি ভেঙে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ ডাটা ব্যবহার করা হয়।
ফেসুবকের বিরুদ্ধে অভিযোগগুলো সাংঘাতিক। একত্রীকরণ অনুমোদন পেতে সত্যিই যদি ফেসবুক বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে থাকে, তাহলে তা ইইউর অনুসন্ধানকে ব্যাহত করেছিল।
বিশ্বব্যাপি বিপুল পরিমান মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করছে। বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারণে ২০১৫ সালের রাজস্বের এক শতাংশের বেশি বা প্রায় ১৭ কোটি ৯০ লাখ ডলার জরিমানা হতে পারে ফেসবুকের। ইইউর দাবি, একীভূতকরণ তদন্তের সময় প্রতিষ্ঠানটির সঠিক তথ্য দেয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু জনপ্রিয় সোস্যাল মাধ্যমটি হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের তদন্তকালে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে দৃশ্যমান। বিষয়টি ঘিরে ফেসবুকের এখনো সাড়া দেয়ার সুযোগ রয়েছে। ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে ফেসবুককে। ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল সক্ষমতা বিষয়ে কমিশনকে সব সঠিক তথ্য সরবরাহ করা হয়েছিল। কমিশনের প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

ইইউর জরিমানার মুখে ফেসবুক!

আপডেট সময় : ১১:৫০:৪০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

২০১৪ সালে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করতে অনুমোদন চাওয়া হয়েছিল ইইউর অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষের। সংশ্লিষ্টরা যথাযথ অনুসন্ধান শেষে এ অধিগ্রহণ অনুমোদন করে। বলা হয়, এতে বাজারে কোনো একচেটিয়া প্রভাব তৈরি হবে না। ইইউর দাবি, সম্প্রতি বেশকিছু তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দুই হাজার ২০০ কোটি ডলার মূল্যের অধিগ্রহণ সম্পন্ন করতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছিল ফেসবুক।
হোয়াটসঅ্যাপ অধিগ্রহণে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুক ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে ভুল তথ্য দিয়ে ইইউর একীভূতকরণ আইন ভঙ্গ করেছে। এ কারণে কয়েক মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতে পারে ফেসবুককে।
ইইউর কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্তেগার জানিয়েছেন, চলতি বছর আগস্টে গোপনীয়তা নীতিতে পরিবর্তন আনে ফেসবুক। পরিবর্তিত নীতির আওতায় হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি ফেসবুক কিছু ব্যবহারকারীর ফোন নম্বর শেয়ার করেছে, যা ইইর ডাটা সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে। এর আগে ফেসবুক ইইউকে নিশ্চিত করেছিল যে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডাটা তারা অন্য কোনো সেবার সাথে সংযুক্ত করবে না। বিজ্ঞাপন বা যেকোনো ব্যবসায় স্বার্থে অন্য কোথাও মেসেজিং সেবাটির ডাটা ব্যবহার হবে না। কিন্তু চলতি বছর শুরুর দিকে প্রতিশ্রুতি ভেঙে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ ডাটা ব্যবহার করা হয়।
ফেসুবকের বিরুদ্ধে অভিযোগগুলো সাংঘাতিক। একত্রীকরণ অনুমোদন পেতে সত্যিই যদি ফেসবুক বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে থাকে, তাহলে তা ইইউর অনুসন্ধানকে ব্যাহত করেছিল।
বিশ্বব্যাপি বিপুল পরিমান মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করছে। বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারণে ২০১৫ সালের রাজস্বের এক শতাংশের বেশি বা প্রায় ১৭ কোটি ৯০ লাখ ডলার জরিমানা হতে পারে ফেসবুকের। ইইউর দাবি, একীভূতকরণ তদন্তের সময় প্রতিষ্ঠানটির সঠিক তথ্য দেয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু জনপ্রিয় সোস্যাল মাধ্যমটি হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের তদন্তকালে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে দৃশ্যমান। বিষয়টি ঘিরে ফেসবুকের এখনো সাড়া দেয়ার সুযোগ রয়েছে। ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে ফেসবুককে। ফেসবুক কতৃপক্ষ জানিয়েছে, টেকনিক্যাল সক্ষমতা বিষয়ে কমিশনকে সব সঠিক তথ্য সরবরাহ করা হয়েছিল। কমিশনের প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।