ঝিনাইদহে জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আটক ৫০

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা থেকে ১৫ জন, শৈলকুপা থেকে ১৬ জন, হরিণাকুন্ডুু থেকে জন, কালীগঞ্জ থেকে চার জন, কোটচাঁদপুর থেকে চার জন ও মহেশপুর থেকে সাত জনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আটক ৫০

আপডেট সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা থেকে ১৫ জন, শৈলকুপা থেকে ১৬ জন, হরিণাকুন্ডুু থেকে জন, কালীগঞ্জ থেকে চার জন, কোটচাঁদপুর থেকে চার জন ও মহেশপুর থেকে সাত জনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।