সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে তিন করাত কল মালিককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার একজন ও গতকাল রবিবার দুইজনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের অর্থদন্ড প্রদান করা করা হয়। বৃহস্পতিবার দন্ডপ্রাপ্ত উপজেলার বলরামপুর গ্রামের সোহরাব আলী সেখের ছেলে আবু তাহেরকে ৫ হাজার টাকা গতকাল রবিবার চরবড়ধুল গ্রামের মোজাহার আলীর ছেলে নুরুল আলমকে ৮হাজার টাকা এবং বলরামপুর গ্রামের মৃত সাহেদ আলী সরকারের ছেলে মো. আল আমিনকে ৮হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এরা সবাই বিভিন্ন লাইসেন্সবিহীন করাত কলের মালিক। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ইফ্ফাত জাহান জানান, দন্ডপ্রাপ্তরা লাইসেন্স না করে দীর্ঘদিন যাবৎ করাত কল পরিচালনা করে আসছিল। যার কারণে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এই সাজা প্রদান করা হয়।
বৃহস্পতিবার
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ