ট্রেনে গেয়ে রোজগার করতেন জনপ্রিয় এই বলিউড তারকা!

  • আপডেট সময় : ০১:১০:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিষেক ছবি ‘ভিকি ডোনার’ দিয়ে নজর কাড়েন আয়ুষ্মান খোরানা। বলিউডের তরুণ এ অভিনেতা আরেকটি কারণে জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও তিনি দক্ষতা দেখিয়েছেন। ‘ভিকি ডোনার’ ছবিতে তার গাওয়া ‘পানি দা’ এখনো বলিউডপ্রেমীদের মুখে মুখে।

নতুন ছবি ‘মেরি প্যায়ারি বিন্দু’র প্রচারে আয়ুষ্মান খোরানা জানিয়েছেন, একসময় ট্রেনে গান গেয়ে রোজগার করতেন তিনি। গান শুনে খুশি হয়ে ট্রেনের যাত্রীরা তাদের যে টাকা দিত তা পড়াশুনার কাজে ব্যয় করেছেন।

আয়ুষ্মান বলেন, পশ্চিম এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে মুম্বাই চলে যেতাম। আর কামরায় কামরায় ঘুরে ঘুরে গান গাইতাম। যাত্রীরা আমার গান শুনে খুশি হয়ে টাকাপয়সাও দিতেন। এভাবে গান গেয়ে টাকাপয়সা জমিয়ে এক বার গোয়াতে ছুটি কাটাতেও গিয়েছিলাম!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ট্রেনে গেয়ে রোজগার করতেন জনপ্রিয় এই বলিউড তারকা!

আপডেট সময় : ০১:১০:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

অভিষেক ছবি ‘ভিকি ডোনার’ দিয়ে নজর কাড়েন আয়ুষ্মান খোরানা। বলিউডের তরুণ এ অভিনেতা আরেকটি কারণে জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও তিনি দক্ষতা দেখিয়েছেন। ‘ভিকি ডোনার’ ছবিতে তার গাওয়া ‘পানি দা’ এখনো বলিউডপ্রেমীদের মুখে মুখে।

নতুন ছবি ‘মেরি প্যায়ারি বিন্দু’র প্রচারে আয়ুষ্মান খোরানা জানিয়েছেন, একসময় ট্রেনে গান গেয়ে রোজগার করতেন তিনি। গান শুনে খুশি হয়ে ট্রেনের যাত্রীরা তাদের যে টাকা দিত তা পড়াশুনার কাজে ব্যয় করেছেন।

আয়ুষ্মান বলেন, পশ্চিম এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে মুম্বাই চলে যেতাম। আর কামরায় কামরায় ঘুরে ঘুরে গান গাইতাম। যাত্রীরা আমার গান শুনে খুশি হয়ে টাকাপয়সাও দিতেন। এভাবে গান গেয়ে টাকাপয়সা জমিয়ে এক বার গোয়াতে ছুটি কাটাতেও গিয়েছিলাম!