ফের বিয়ের পিঁড়িতে কারিশমা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৩:২২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই কিছুদিন হল সাবেক স্বামী বিয়ে করেছেন। এর মধ্যেই তার বিয়ের গুঞ্জনও শুরু হয়ে গেছে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, আবার নাকি বিয়ে করতে চলেছেন কারিশমা কাপুর।

এই পাত্রও আবার এক ব্যবসায়ী। নাম সন্দীপ তোশিয়ানি। মুম্বাইয়ের বাণিজ্য মহলে বেশ নাম ডাক রয়েছে কারিশমার সাম্প্রতিক বয়ফ্রেন্ডের।

শোনা যাচ্ছে, এই বছরই নাকি বিয়েটা সেরে নিতে চলেছেন কারিশমা। শুধু অপেক্ষা করছেন সন্দীপের বিবাহ বিচ্ছেদের। সন্দীপের আগের পক্ষের স্ত্রী অশিতা এতদিন এই বিচ্ছেদে রাজি ছিলেন না। কারণ ছিল খোরপোশ নিয়ে বোঝাপড়ার অভাব।

সন্দীপের কাছে মাসিক আট লক্ষ টাকা চেয়েছিলেন অশিতা। সেই সঙ্গে মুম্বাইতে একটি ফ্ল্যাট। মেয়েদের ভরনপোষণের দায়িত্বও নিজের কাছেই রাখতে চেয়েছিলেন তিনি।

জানা গেছে, শেষমেশ আট কোটি টাকায় সন্দীপ ও অশিতার মধ্যে বিচ্ছেদের রফা হয়েছে। এরপরই প্রথম বিয়ের ফাঁস থেকে মুক্ত হবেন সন্দীপ। তারপরই আবার কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।

ট্যাগস :

ফের বিয়ের পিঁড়িতে কারিশমা !

আপডেট সময় : ১১:১৩:২২ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

এই কিছুদিন হল সাবেক স্বামী বিয়ে করেছেন। এর মধ্যেই তার বিয়ের গুঞ্জনও শুরু হয়ে গেছে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, আবার নাকি বিয়ে করতে চলেছেন কারিশমা কাপুর।

এই পাত্রও আবার এক ব্যবসায়ী। নাম সন্দীপ তোশিয়ানি। মুম্বাইয়ের বাণিজ্য মহলে বেশ নাম ডাক রয়েছে কারিশমার সাম্প্রতিক বয়ফ্রেন্ডের।

শোনা যাচ্ছে, এই বছরই নাকি বিয়েটা সেরে নিতে চলেছেন কারিশমা। শুধু অপেক্ষা করছেন সন্দীপের বিবাহ বিচ্ছেদের। সন্দীপের আগের পক্ষের স্ত্রী অশিতা এতদিন এই বিচ্ছেদে রাজি ছিলেন না। কারণ ছিল খোরপোশ নিয়ে বোঝাপড়ার অভাব।

সন্দীপের কাছে মাসিক আট লক্ষ টাকা চেয়েছিলেন অশিতা। সেই সঙ্গে মুম্বাইতে একটি ফ্ল্যাট। মেয়েদের ভরনপোষণের দায়িত্বও নিজের কাছেই রাখতে চেয়েছিলেন তিনি।

জানা গেছে, শেষমেশ আট কোটি টাকায় সন্দীপ ও অশিতার মধ্যে বিচ্ছেদের রফা হয়েছে। এরপরই প্রথম বিয়ের ফাঁস থেকে মুক্ত হবেন সন্দীপ। তারপরই আবার কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।