ক্যারিবীয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এদিন সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সরফরাজ আহমেদের দল। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্যারিবীয়ানদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচটিতে জিতে সিরিজে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে শেষ ম্যাচটাই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে এদিন টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের মধ্যে চাদউইক ওয়াল্টন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। আর মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

পাকিস্তানের হয়ে হাসান আলী এবং শাদাব খান উভয়ই দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম, রুমান রাইস এবং ওয়াহাব রিয়াজ প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখেই ১২৭ রান তুলে ফেলে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৫৩ এবং কামরান আকমল করেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস  দু’টি এবং মারলন স্যামুয়েলস একটি উইকেট লাভ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্যারিবীয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় !

আপডেট সময় : ১১:৩৮:৫০ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এদিন সাত উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারায় সরফরাজ আহমেদের দল। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

ক্যারিবীয়ানদের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতেই জয় পায় পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচটিতে জিতে সিরিজে ঘুরে দাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে শেষ ম্যাচটাই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী ম্যাচ।

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে এদিন টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে স্বাগতিকরা। ক্যারিবীয়ান ব্যাটসম্যানদের মধ্যে চাদউইক ওয়াল্টন সর্বোচ্চ ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন কার্লোস ব্র্যাথওয়েট। আর মারলন স্যামুয়েলস করেন ২২ রান।

পাকিস্তানের হয়ে হাসান আলী এবং শাদাব খান উভয়ই দু’টি করে উইকেট লাভ করেন। এছাড়া ইমাদ ওয়াসিম, রুমান রাইস এবং ওয়াহাব রিয়াজ প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখেই ১২৭ রান তুলে ফেলে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ৫৩ এবং কামরান আকমল করেন ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস  দু’টি এবং মারলন স্যামুয়েলস একটি উইকেট লাভ করেন।