শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

তেহরানে পুনরায় চালু সুইস দূতাবাস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ড রোববার ঘোষণা করেছে, তারা ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাস পুনরায় খুলেছে, যা গত মাসে ইসরাইলের সঙ্গে সংঘর্ষের মধ্যে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই সঙ্গে দেশটি আবারও ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে।

জেনেভা থেকে এএফপি জানায়, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ জুন দেশে অনিশ্চিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করা তেহরান দূতাবাস রোববার থেকে পুনরায় চালু হয়েছে।’

দূতাবাস প্রধান নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট টিম শনিবার আজারবাইজান হয়ে স্থলপথে তেহরানে ফিরে গেছেন। ধীরে ধীরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সুইজারল্যান্ড এখন তেহরানে ফেরত আসায়, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দায়িত্ব পালনের অবস্থানে আবার ফিরে এসেছে।’

১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বা কনস্যুলার সম্পর্ক না থাকায় তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছে সুইজারল্যান্ড।

এপ্রিল ১২ থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুন ১৫-এ, ওমানের মধ্যস্থতায়। কিন্তু এর আগে ইসরাইলের হামলায় যুদ্ধ শুরু হওয়ায় বৈঠকটি বাতিল হয়।

গত মাসে ইসরাইল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যাতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা নিহত হন। ইসরাইল জানিয়েছিল, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়।

পাল্টা হিসেবে, ২১-২২ জুন রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেন।

ইরান, যারা বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের অভিপ্রায় অস্বীকার করে আসছে, এরপর ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

তেহরানে পুনরায় চালু সুইস দূতাবাস

আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ণ, রবিবার, ৬ জুলাই ২০২৫

সুইজারল্যান্ড রোববার ঘোষণা করেছে, তারা ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাস পুনরায় খুলেছে, যা গত মাসে ইসরাইলের সঙ্গে সংঘর্ষের মধ্যে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। একই সঙ্গে দেশটি আবারও ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে।

জেনেভা থেকে এএফপি জানায়, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০ জুন দেশে অনিশ্চিত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ করা তেহরান দূতাবাস রোববার থেকে পুনরায় চালু হয়েছে।’

দূতাবাস প্রধান নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট টিম শনিবার আজারবাইজান হয়ে স্থলপথে তেহরানে ফিরে গেছেন। ধীরে ধীরে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সুইজারল্যান্ড এখন তেহরানে ফেরত আসায়, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় তাদের দায়িত্ব পালনের অবস্থানে আবার ফিরে এসেছে।’

১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বা কনস্যুলার সম্পর্ক না থাকায় তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আসছে সুইজারল্যান্ড।

এপ্রিল ১২ থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল জুন ১৫-এ, ওমানের মধ্যস্থতায়। কিন্তু এর আগে ইসরাইলের হামলায় যুদ্ধ শুরু হওয়ায় বৈঠকটি বাতিল হয়।

গত মাসে ইসরাইল ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যাতে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা নিহত হন। ইসরাইল জানিয়েছিল, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে চায়।

পাল্টা হিসেবে, ২১-২২ জুন রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার নির্দেশ দেন।

ইরান, যারা বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের অভিপ্রায় অস্বীকার করে আসছে, এরপর ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।