শেরপুর সদর উপজেলার কালিবাজার বটতলা এলাকার মোখলেছুর রহমানের ছেলে কামাল হোসেন ২৭ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি ভুলে যাননি নিজের জন্মভূমিকে। এলাকার তরুণদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে সম্প্রতি তিনি প্রতিষ্ঠা করেছেন “এএসএমএফ কামাল স্পোর্টিং ক্লাব”।
শনিবার (৫ জুলাই) শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি স্কুল মাঠে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মনোয়ারুল ইসলাম, মো. গোলাম মেহেদী, কোচ এসএম হিমন, আবু রাসেল রাজন, মো. ফুয়াদুল্লাহ ও মো. মনিরুজ্জামান মনি।
এই ক্লাবের মাধ্যমে এলাকার তরুণরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। কামালের স্বপ্ন, এখান থেকেই একদিন গড়ে উঠবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, যারা দেশের গর্ব হয়ে উঠবে।
ক্লাবের খেলোয়াড়রা জানান, “আমাদের জন্য এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য কামাল ভাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করবো কামাল ভাইয়ের স্বপ্ন পূরণ করার।”
কামাল হোসেন নিজেই ক্লাবের সব খরচ বহন করছেন এবং ইতোমধ্যে নিয়মিত অনুশীলন শুরু হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী কামালের এই মানবিক ও দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই ক্লাব যুবসমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখবে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে।
তাদের প্রত্যাশা, “এএসএমএফ কামাল স্পোর্টিং ক্লাব” একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি অর্জন করবে।