ফেসবুক কমেন্ট করাকে কেন্দ্র করে গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে উপজেলা যুব জামায়াত। এসময় তাদের হামলায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক পাপুল সরকার গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে ৫ জুন শনিবার সন্ধায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে।
সিসি টিভি ফুটেজ এ দেখাযায় শনিবার সন্ধায় পলাশবাড়ী প্রেসক্লাবে বসে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাধারণ সম্পাদক পাপুল সরকার এসময় উপজেলা যুব জামায়াতের সভাপতি শামিম ও যুব জামায়াত নেতা হিন্দোলসহ কয়েকজন নেতা প্রেসক্লাবে ঢুকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।এক সময় চেয়ারে বসে থাকা সাধারণ সম্পাদক পাপুল সরকারকে সার্টের কলার ধরে মারতে মারতে প্রেসক্লাব থেকে টেনে হেচরে বের করে নিয়ে আসে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
উল্লেখ্য পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের কতিপয় নেতাকর্মী মব সৃষ্টি করে পলাশবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত করছে।