জেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কামাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ অরুণ পাল।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আলমগীর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতে উভয়পক্ষের যুক্তি-তর্কে স্বামী কর্তৃক কদর বানুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন।
জেলার লামা উপজেলার আজিজনগর এলাকায় ২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।
ভিকটিমের ভাই আকবর হোসেন বাদী হয়ে লামা থানায় হত্যা মামলা দায়ের করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.মো. আলমগীর চৌধুরী এবং আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এ্যাড. নাজমুল ইসলাম।