কয়রায় সামাজিক জবাবাদিহিতা তৈরীতে করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডরপ ইভলভ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের সভাপতিত্বে ও ডরপের প্রকল্প সমন্বয়কারি প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ডরপ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদ,।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তুনী অধিকারি, ইসলামীক রিলিফ বাংলাদেশের কুদরত উল্লাহ ফারুক বিজু, উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য মোল্যা মনিরুজ্জামান মনি, আশিকুজ্জামান আশিক, তহমিনা খাতুন, কল্যানি মন্ডল, স্বপ্না মন্ডল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।