তৃতীয় সপ্তাহের ১৮তম দিনে ভারতে সুরিয়ার ‘রেট্রো’ ছবির গ্রস আয় দাঁড়িয়েছে ৭০.৯৭ কোটি রুপি। ওয়ার্ল্ডওয়াইড এই ছবির আয় ৯৬.৯৭ কোটি। তবে ভারতে এই ছবির নেট আয় ৬০.২৬ কোটি।
অন্যদিকে এখনো নানি অভিনীত অ্যাকশন থ্রিলার ‘হিট ৩’ ছবিটি। বক্স অফিসে দারুণ পারফর্ম করছে এই ছবি। মুক্তির তৃতীয় সপ্তাহের মাথায় ছবিটি ভারতে গ্রস আয় হয়েছে ৯২.২৫ কোটি। অন্যদিকে ওয়ার্ল্ডওয়াইড এই ছবির আয় দাঁড়িয়েছে ১১৭.২৫ কোটি। তবে ভারতে এই ছবির নেট আয় ৭৯.০৫ কোটি।
‘হিট ৩’ বক্স অফিসে এগিয়ে থাকার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া (তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি), যা বেশি পরিসরে দর্শক টানতে সহায়তা করেছে। সেই সঙ্গে নানি ও হিট ফ্র্যাঞ্চাইজির ইতিবাচক ব্র্যান্ড ভ্যালুও এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।