চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) সম্প্রসারণে যুক্ত হচ্ছে আফগানিস্তান। এর মাধ্যমে তিন দেশের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর মধ্যে একটি অনানুষ্ঠানিক ত্রিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
ইসহাক দার বর্তমানে তিন দিনের সফরে বেইজিংয়ে অবস্থান করছেন। এটি ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো অভিযানের প্রেক্ষিতে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংযোগ উন্নীত করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রীরা কূটনৈতিক সম্পৃক্ততা এবং যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
একইসঙ্গে অংশীদারিত্বপূর্ণ সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে বাণিজ্য, অবকাঠামো এবং উন্নয়ন বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপের ওপর জোর দেয়া হয়েছে তিনদেশের মন্ত্রীদের এই আলোচনায়।
বেঠকে পররাষ্ট্রমন্ত্রীরা ‘সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়ন বৃদ্ধির’ জন্য তাদের যৌথ প্রতিশ্রুতির ওপরও জোর দিয়েছেন।