পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম কে আটক করেছে বোদা থানা পুলিশ।
শনিবার (১৭ মে) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে নিজ বাড়ি চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর বোদা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-০৪) বিস্ফোরক দ্রব্য আইনে তাদের আটক করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে আটক করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।