দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু সভাপতি ও রেজাউল করিম শাহীন সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক দুটি পদে আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ মে) তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এ্যাডভোকেট রইচ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।