মঙ্গলবার (৬ মে) ফিরোজার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, কাতার সরকারকে ধন্যবাদ। পালিয়ে যাওয়া স্বৈরাচার চিকিৎসার সুযোগ না দিলেও আন্তর্জাতিকভাবে নিজের যোগ্যতার কারণেই খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা দিয়েছে কাতার সরকার। বিএনপির প্রতি কাতার সরকার সহমর্মিতা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ।
তিনি আরও বলেন, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা দিয়েছেন অনেকটা সুস্থ আছেন। সেইসাথে মানসিকভাবে স্ট্যাবল আছেন খালেদা জিয়া।
ডা. জাহিদ বলেন, জোবাইদা রহমান আজ এসেছেন। জাইমা রহমান রাজনৈতিক প্রোগ্রাম করছেন। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার নেতৃত্ব পরিবেশ তৈরি হলেই তারেক রহমান আসবেন। জোবাইদা রহমান এতদিন আসেননি কারণ তাদের আসতে দেয়া হয়নি। অতি সহসাই তারেক রহমান দেশে ফিরবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত সংগ্রামে নেতৃত্ব দেবেন।