রুয়া নির্বাচন নিয়ে সহিংসতা ঘোষণার প্রতিবাদ রাবি শিক্ষক ফোরামের

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একটি ছাত্র সংগঠনের সভাপতির সহিংসতা ও সন্মানিত শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২মে ২০২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাস এসোসিয়েশন (রুয়া)এর নির্বাচন কেন্দ্র করে সভাপতি সহিংস আন্দোলনের মাধ্যমে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার হুমকি এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সম্পর্কে অশালীন ও অসম্মানজনক ভাষা প্রয়োগ করেছে, যা একটি শিক্ষিত সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অনভিপ্রেত।

ফোরামের নেতৃবৃন্দ মনে করে, একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে, গঠনতন্ত্র মেনে রুয়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিৎ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেটি যেন কখনোই সহিংসতা বা অপমানের মাধ্যমে প্রকাশ না পায়। একজন ছাত্রনেতার মুখে এই ধরনের বক্তব্য শুধু প্রতিষ্ঠান নয়, গোটা শিক্ষাব্যবস্থার মানকেই প্রশ্নবিদ্ধ করে।

নেতাকর্মীরা আরও জানান,এই ধরণের উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ অনুরোধ করে উক্ত ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দায়িত্বহীন আচরণ করতে সাহস না পায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুয়া নির্বাচন নিয়ে সহিংসতা ঘোষণার প্রতিবাদ রাবি শিক্ষক ফোরামের

আপডেট সময় : ১১:৪৮:২৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩ মে ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) একটি ছাত্র সংগঠনের সভাপতির সহিংসতা ও সন্মানিত শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২মে ২০২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাস এসোসিয়েশন (রুয়া)এর নির্বাচন কেন্দ্র করে সভাপতি সহিংস আন্দোলনের মাধ্যমে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার হুমকি এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সম্পর্কে অশালীন ও অসম্মানজনক ভাষা প্রয়োগ করেছে, যা একটি শিক্ষিত সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং অনভিপ্রেত।

ফোরামের নেতৃবৃন্দ মনে করে, একটি সুশৃঙ্খল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে, গঠনতন্ত্র মেনে রুয়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিৎ, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেটি যেন কখনোই সহিংসতা বা অপমানের মাধ্যমে প্রকাশ না পায়। একজন ছাত্রনেতার মুখে এই ধরনের বক্তব্য শুধু প্রতিষ্ঠান নয়, গোটা শিক্ষাব্যবস্থার মানকেই প্রশ্নবিদ্ধ করে।

নেতাকর্মীরা আরও জানান,এই ধরণের উসকানিমূলক ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ অনুরোধ করে উক্ত ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের দায়িত্বহীন আচরণ করতে সাহস না পায়।