শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

ছাত্রদলের অপেশাদার বিবৃতি ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাবিসাসের নিন্দা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৪৯ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত অপেশাদার বিবৃতি এবং ভ্যাকসিন কর্মসূচির আড়ালে আর্থিক কেলেঙ্কারি নিয়ে নিউজ করা সাংবাদিককে হুমকির প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতিতে প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে সংগঠনটির দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল রাতে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে অপেশাদার শব্দ চয়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাবিসাস সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশিত সংবাদগুলোতে অভিযোগ ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যথাযথ প্রক্রিয়ায় তা প্রকাশ করেছিল। কিন্তু দুয়েকটি গণমাধ্যমের উপর প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা গণমাধ্যমের টুটি চেপে ধরার শামিল। ক্যাম্পাস সাংবাদিকতার পথিকৃৎ জাবিসাস গনমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো হুমকি বরদাশত করবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্থ মনে করলে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিকার চাইবেন। কিন্তু তা না করে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’কুচক্রী মহল কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ করিয়েছে। তবে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে টার্গেট করে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী’।

প্রথমত, সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা ও পরবর্তীতে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সংবাদ উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করা পরস্পর সাংঘর্ষিক। দ্বিতীয়ত, সাংবাদিকরা স্ব স্ব জায়গা থেকে সংবাদ প্রকাশ করে থাকেন, কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর বিশেষের বিরোধীতা বা পক্ষপাতিত্বের জায়গা থেকে নয়। এ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদগুলোর ত্রুটির উল্লেখ না করে সাংবাদিকদেরকে ‘সংঘবদ্ধ গোষ্ঠী’ বলে উল্লেখ করে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের ফ্যাসিবাদের ধারাবাহিকতা। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও শক্তিশালী গণমাধ্যমের জন্য হুমকি স্বরুপ।

এছাড়াও প্রতিবেদন প্রকাশের পর জাগো নিউজ২৪.কমের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ কর্তৃক ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানান। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক জনাব সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ছাত্রদলের অপেশাদার বিবৃতি ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাবিসাসের নিন্দা

আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জাবি প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক প্রকাশিত অপেশাদার বিবৃতি এবং ভ্যাকসিন কর্মসূচির আড়ালে আর্থিক কেলেঙ্কারি নিয়ে নিউজ করা সাংবাদিককে হুমকির প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতিতে প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে সংগঠনটির দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল রাতে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে অপেশাদার শব্দ চয়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাবিসাস সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশিত সংবাদগুলোতে অভিযোগ ও অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যথাযথ প্রক্রিয়ায় তা প্রকাশ করেছিল। কিন্তু দুয়েকটি গণমাধ্যমের উপর প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা গণমাধ্যমের টুটি চেপে ধরার শামিল। ক্যাম্পাস সাংবাদিকতার পথিকৃৎ জাবিসাস গনমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যে কোনো হুমকি বরদাশত করবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্থ মনে করলে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিকার চাইবেন। কিন্তু তা না করে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’কুচক্রী মহল কয়েকটি সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ করিয়েছে। তবে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্রদলকে টার্গেট করে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কাজ করছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী’।

প্রথমত, সংবাদ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করা ও পরবর্তীতে সংবাদের কোনো ভিত্তি না থাকায় সংবাদ উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ করা পরস্পর সাংঘর্ষিক। দ্বিতীয়ত, সাংবাদিকরা স্ব স্ব জায়গা থেকে সংবাদ প্রকাশ করে থাকেন, কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর বিশেষের বিরোধীতা বা পক্ষপাতিত্বের জায়গা থেকে নয়। এ পরিস্থিতিতে প্রকাশিত সংবাদগুলোর ত্রুটির উল্লেখ না করে সাংবাদিকদেরকে ‘সংঘবদ্ধ গোষ্ঠী’ বলে উল্লেখ করে গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ের ফ্যাসিবাদের ধারাবাহিকতা। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও শক্তিশালী গণমাধ্যমের জন্য হুমকি স্বরুপ।

এছাড়াও প্রতিবেদন প্রকাশের পর জাগো নিউজ২৪.কমের জাবি প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ কর্তৃক ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানান। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক জনাব সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।