শিরোনাম :
Logo মুন্সিগঞ্জে আড়িয়াল বিলে ধান কাটার উদ্ধোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার পরিদর্শন। Logo হাবিপ্রবিতে আয়োজিত হলো অফিস ম্যানেজমেন্ট (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট) Logo ছাত্রদলের অপেশাদার বিবৃতি ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে জাবিসাসের নিন্দা Logo হাবিপ্রবিতে রিসার্চ সোসাইটির গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ভুল অ্যাডমিট নিয়ে আসা শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল কর্মী জেমস Logo চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ Logo জবিতে সাইকেল পার্কিংয়ে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা Logo রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে চেয়ারটি সংস্কার প্রয়োজন: চুয়াডাঙ্গায় এবি পার্টির Logo পঞ্চগড়ের বোদায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৪ অফিস দায়িত্বে গাফিলতির অভিযোগ। Logo ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জবিতে সাইকেল পার্কিংয়ে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃ নিয়াজ শফিক

ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী সংখ্যা বৃদ্ধি এবং সাইকেল পার্কিংয়ে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। চুরির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যক্তিগত সম্পদের ক্ষতির সম্মুখীন হন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রশাসন দ্রুত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে আরও অধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সাইকেল নিরাপদে রাখার জন্য নির্ধারিত স্থানে টোকেন সিস্টেম চালু করা হবে। এতে সাইকেল হারানোর ঝুঁকি কমবে এবং পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা আসবে বলে প্রশাসন আশা প্রকাশ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সংঘটিত ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল থাকার অনুরোধ জানাচ্ছি।’’

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “চুরির ঘটনার পর আমরা বেশ আতঙ্কিত ছিলাম। টোকেন সিস্টেম চালু হলে আমাদের সাইকেল নিরাপত্তা নিয়ে অন্তত চিন্তা করতে হবে না। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী।”
অন্যদিকে, আইন বিভাগের এক শিক্ষার্থী জানান, “শুধু সাইকেল নয়, ক্যাম্পাসের প্রতিটি কোণ যেন নজরদারিতে আসে, সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে ক্যাম্পাস সত্যিকারের নিরাপদ হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে আড়িয়াল বিলে ধান কাটার উদ্ধোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার পরিদর্শন।

জবিতে সাইকেল পার্কিংয়ে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা

আপডেট সময় : ১০:৪৭:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

জবি প্রতিনিধি: মোঃ নিয়াজ শফিক

ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী সংখ্যা বৃদ্ধি এবং সাইকেল পার্কিংয়ে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। চুরির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যক্তিগত সম্পদের ক্ষতির সম্মুখীন হন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রশাসন দ্রুত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে আরও অধিক সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সাইকেল নিরাপদে রাখার জন্য নির্ধারিত স্থানে টোকেন সিস্টেম চালু করা হবে। এতে সাইকেল হারানোর ঝুঁকি কমবে এবং পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা আসবে বলে প্রশাসন আশা প্রকাশ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘‘শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সংঘটিত ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল থাকার অনুরোধ জানাচ্ছি।’’

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “চুরির ঘটনার পর আমরা বেশ আতঙ্কিত ছিলাম। টোকেন সিস্টেম চালু হলে আমাদের সাইকেল নিরাপত্তা নিয়ে অন্তত চিন্তা করতে হবে না। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী।”
অন্যদিকে, আইন বিভাগের এক শিক্ষার্থী জানান, “শুধু সাইকেল নয়, ক্যাম্পাসের প্রতিটি কোণ যেন নজরদারিতে আসে, সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে ক্যাম্পাস সত্যিকারের নিরাপদ হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে তা সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হবে।