ফ্যাসিবাদের পুনর্বাসন হলে আবার জ্বলে উঠবে আগ্নেগিরির মতো তরুণ প্রজন্ম- পঞ্চগড়ে ছাত্র শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ২৪শে গণ-অভুত্থান ছিল এক বাস্তব বিপ্লব, এক ঐতিহাসিক বিপ্লব, যা তরুণদের চেতনায় ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা শিবির আয়োজিত ‘Smart Today. Icon Tomorrow’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন গত ১৫ বছরে দেশপ্রেমের আড়ালে গণহত্যা চালানো হয়েছে। আলেম-ওলাম চৌকস সেনা কর্মকর্তা, ভিন্ন মতাবলম্বীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের টাকা পাচার করে চারটি বাজেট করার সমপরিমাণ অর্থ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এসবের পেছনে যারা জড়িত, তারা এখন আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ২৪-শের বিপ্লব তরুণদের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছে। যারা এখনো পুরনো নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে নিজেদের ঝুঁকিতে ফেলেছেন, তারা ইতিহাস থেকে পরীক্ষা নিচ্ছেন না। সেই নেত্রী যিনি হেলিকপ্টারে করে পালিয়ে যান, তাঁর জন্য আবারো আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া বোকার স্বর্গে বসবাস ছাড়া কিছুই নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আবার অন্যায় ও ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তারা যেন মনে রাখে এই প্রজন্ম সুপ্ত আগ্নেগিরির মতো। তারা যে কোন সময় অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠবে। তাদের দমন করার চেষ্টা যারা করবে, তাদের পরিণতি হবে অতীতের ফেরাউন ও জুলুমকারীদের থেকেও ভয়াবহ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, সাবেক ছাত্র শিবির নেতা তোফায়েল প্রধান, ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পুনর্বাসন হলে আবার জ্বলে উঠবে আগ্নেগিরির মতো তরুণ প্রজন্ম- পঞ্চগড়ে ছাত্র শিবির সভাপতি

আপডেট সময় : ০৭:০৩:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ২৪শে গণ-অভুত্থান ছিল এক বাস্তব বিপ্লব, এক ঐতিহাসিক বিপ্লব, যা তরুণদের চেতনায় ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা শিবির আয়োজিত ‘Smart Today. Icon Tomorrow’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন গত ১৫ বছরে দেশপ্রেমের আড়ালে গণহত্যা চালানো হয়েছে। আলেম-ওলাম চৌকস সেনা কর্মকর্তা, ভিন্ন মতাবলম্বীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের টাকা পাচার করে চারটি বাজেট করার সমপরিমাণ অর্থ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এসবের পেছনে যারা জড়িত, তারা এখন আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ২৪-শের বিপ্লব তরুণদের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছে। যারা এখনো পুরনো নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে নিজেদের ঝুঁকিতে ফেলেছেন, তারা ইতিহাস থেকে পরীক্ষা নিচ্ছেন না। সেই নেত্রী যিনি হেলিকপ্টারে করে পালিয়ে যান, তাঁর জন্য আবারো আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া বোকার স্বর্গে বসবাস ছাড়া কিছুই নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আবার অন্যায় ও ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তারা যেন মনে রাখে এই প্রজন্ম সুপ্ত আগ্নেগিরির মতো। তারা যে কোন সময় অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠবে। তাদের দমন করার চেষ্টা যারা করবে, তাদের পরিণতি হবে অতীতের ফেরাউন ও জুলুমকারীদের থেকেও ভয়াবহ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, সাবেক ছাত্র শিবির নেতা তোফায়েল প্রধান, ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।