কেয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। কেয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে যেমন খুশি তেমন সাজো ক্যাটাগরিতে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কেয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা ছিলেন, কেয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বানু।
কেয়াইন গ্রামের শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী ব্যাক্তিবর্গের সার্বিক সহযোগীতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভুইয়া,কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রানা ভুইয়া ও বিশিষ্ট সমাজ সেবক জুয়েল ভুইয়াসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।