সাতক্ষীরা প্রতিনিধি:
বেনাপোল বন্দর থেকে চুরি হওয়া ২৮ লাখ টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শিবলু আটক হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক।
এসময় ওসি জানান, গত ৬ এপ্রিল বিকালে বেনাপোল বন্দরে খলিলুর রহমান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের আমদানি করা ১০০ রোল গার্মেন্টস পন্য বহনকারী ট্রাকটি চুরি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির ম্যানেজার বুলবুল আহমেদ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাবার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান নিশ্চিত হলেও মালামাল উদ্ধার করতে পারেনি।
পরে তদন্ত সাপেক্ষে জানা যায়, এসব মাল সাতক্ষীরার বিনেরপোতায় কয়েকটি বাড়িতে রাখা হয়েছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ১০০ রোল গার্মেন্টস পন্য উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যশোর গোয়েন্দা পুলিশের হাতে সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু আটক হয়েছে। এছাড়া অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।