আমিনুর রহমান নয়ন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১৩ই এপ্রিল ২০২৫) বেলা ৩টার সময় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় এই হেরোইন উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন উথলী বিওপির বিজিবির সদস্যরা রবিবার বেলা ৩টার সময় সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে একই বিওপির বিজিবি সদস্যরা রবিবার ভোরে সীমান্তের মেইন পিলার ৭০/২-এস হতে আনুমানিক ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আখ সেন্টারের পাশে পাকা রাস্তার উপর হতে আসামিবিহীন ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া শনিবার রাত সাড়ে ৮টার সময় উথলী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে মেইন পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়ীয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির আখ ক্ষেতের মধ্য হতে আসামিবিহীন ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১১৭ পিস ইমিটেশন গহনা উদ্ধার করেন।