ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নের আজম খানের (৪০) বিরুদ্ধে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। গত ৪ এপ্রিল দুপুর আনুমানিক সোয়া দুইটার সময় এই ঘটনার কথা জানা যায়। আজম খান উত্তম নগর এলাকার জব্বার খানের বড় ছেলে।
এ বিষয় প্রতিবন্ধী কিশোরীর মা জানান, গত ৪ এপ্রিল দুপুরে মেয়েকে ঘরে রেখে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যান। এ সুযোগে আজম আমার ঘরে এসে আমার মেয়েকে ঝাপটে পড়ে তার হাত ধরে ফেলে। এ সময় আমার মেয়ে হাতে ব্যাথা পায়। পরে পা দিয়ে লাথি মেরে তাকে সরিয়ে দেয়। আমি অনুষ্ঠান শেষে ঘরে ঢোকার আগে আমার মেয়ের চিৎকার কান্না করার শব্দ শুনতে পাই। আমি দৌড়ে ঘরে গেলে আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করলে সে আমাকে এই ঘটনা জানিয়েছে। আরো জানায় হাতে ব্যথা দিয়েছে বলে আজম। বিষয়টি আজমের বাড়ীতে গিয়ে তার মা-বাবার কাছে জানাই। বিষয়টি এলাকাবাসী জানলে আজম আমার বাড়ীতে এলে তাকে আমার পায়ের জুতা দিয়ে মারি।
এ বিষয় আজমের বাবা জব্বার খান জানান, আমার ছেলের বিষয়টি আমি শুনেছি। এবং বিষয়টি শোনার পর আমি আমার পরিবারের সকলে জানিয়ে দেই আজম যেন আমার ঘরে না ওঠে। আমার অগোচরে আজম ঘরে আসলেও আজমের মা আজমকে ঘর থেকে বের করে দেয়। আজমের সাথে আমার কোন যোগাযোগ নেই।
এলাকাবাসী সূত্রে জানাযায়, অনেক আগে থেকেই আজমের চরিত্র খারাপ। তার বাবার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চাচ্ছে। পরে এ বিষয় বিনয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি এরকম কোন সংবাদ শুনিনি বা কেউ আমার কাছে এরকম কোন অভিযোগ করেননি।