প্রথম আলো পত্রিকাকে প্রতারক আলো এবং ডেইলি ষ্টার পত্রিকাকে দিল্লি ষ্টার উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, ভারতের নির্দেশনায় পরিচালিত প্রথম আলো এবং ডেইলি ষ্টার ইসলাম বিরোধী এবং মুসলিম বিদ্বেষী। এ পত্রিকা দেশের আলেম ওলামা সমাজকে জঙ্গি বানাতে চায়। কার্টুন এবং রিপোর্টের মাধ্যমে তারা ইসলামকে প্রতিনিয়ত ব্যঙ্গ করে। আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষ্যে তারা ৫ আগস্টের পরেও ইচ্ছাকৃতভাবে বিএনপি, জামায়াত, শিবিরসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছে। প্রথম আলো এবং ডেইলি ষ্টার স্লো পয়জনের মত তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামফোবিয়া এবং ভারতীয় সংস্কৃতি বিকাশের কাজ করছে।
আজ ১১ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে জাগপা ছাত্রলীগ আয়োজিত “ইসলাম বিরোধী-মুসলিম বিদ্বেষী ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনাকারী এবং হিন্দুস্তানের মুখপত্র প্রথম আলো ও ডেইলি স্টার বর্জনের দাবিতে” আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানববন্ধন থেকে দেশবাসীর প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার এই দুই পত্রিকাকে বর্জনের আহ্বান জানানো হয়।
জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগ এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগ সহ-সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা আল-আমিন রেজা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদ সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব আমির জিহাদি, বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জালাল আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ আজম প্রমূখ।