পঞ্চগড়ের বোদা উপজেলায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বেংহারি ইউনিয়নের তেপুখুরিয়া বাজারের পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রনি চন্দ্র, মনির হোসেন, এলাকাবাসী, ভ্যানচালকরা বক্তব্য রাখে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গুম, খুন, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চলে আসছে। আমরা নির্ভয়ে এই এলাকায় চলাফেরা করতে সাহস পাচ্ছি না। আমরা যেন নির্ভয়ে এলাকা বসবাস করতে পারি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ সময় মানববন্ধনে এলাকাবাসী তিনটি দাবি তুলে ধরেন- অনতিবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তেপুখুরিয়া বাজার থেকে বোয়ালমারী বাজার পর্যন্ত আলোয় ব্যবস্থা করতে হবে,
এবং রোড সংলগ্ন খাস জমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করতে হবে।