গত বছর ৫ আগস্ট দুষ্কৃতিকারীদের আক্রমণে শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শেরপুর সদরের কুসুমহাটি ও পৌরসভার শেরী ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃতরা হলে আফরোজ আলী (২৮) ও রাজিব মিয়া (২৯)। আফরোজ আলী শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের ঘীণাপাড়া এলাকার ইজ্জত আলীর ছেলে এবং রাজিব মিয়া শেরপুর পৌরসভার পশ্চিম শেরির কবির হোসেনের ছেলে।
র্যাব-১৪ জানিয়েছে, শুরু থেকেই জেল পলাতক আসামিদের ধরতে অভিযান পরিচালনা করে আসছিল র্যাব। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে শেরপুর সদরের কুসুমহাটি এলাকা থেকে জেলার শ্রীবরদী থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি আফরোজ আলীকে গ্রেপ্তার করে। পরে রাত ৮টার দিকে শেরপুর পৌরসভার শেরী ব্রিজ এলাকা থেকে একই থানার হত্যা মামলার আসামি রাজিবকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে র্যাব-১৪ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের অভিযান অব্যহত থাকবে।