দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। চাঁদ দেখার ওপর নির্ভর করে মুসলিম বিশ্ব ঈদুল ফিতর উদযাপন করে। এবারও একই নিয়ম অনুসরণ করে বিভিন্ন দেশ ঈদের তারিখ ঘোষণা করেছে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল শনিবার (২৯ মার্চ) ঘোষণা দেয়, আগামী সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবারের মতো এবারও বিশ্বে প্রথম রমজান ও ঈদের তারিখ ঘোষণা করল দেশটি।
এরপর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ জানায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। তারাও সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয়। একইদিনে ঈদ পালন করবে মালয়েশিয়াও, যারা তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশেও সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশ, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার চাঁদ দেখার চেষ্টা করা হলেও সেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। ফলে এসব দেশেও সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।