শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয়

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রোহিত শর্মার দল।

কলকাতার দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রিকেলটন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ান রোহিত। অপরপ্রান্তে রিকেলটনও স্বচ্ছন্দে ব্যাট চালান। প্রথম পাঁচ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।

এরপর ষষ্ঠ ওভারে আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন রোহিত। উইল জ্যাকস মাঠে নামলেও দলের জয়ের ভিত গড়ে দেন রিকেলটন। ১০ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯/১, ফলে ম্যাচের ফলাফল তখন কেবল সময়ের অপেক্ষা। ১১তম ওভারে উইল জ্যাকস বিদায় নিলে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব, যিনি মাত্র ৯ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন রিকেলটন, যেখানে চারটি চার ও পাঁচটি ছয়ের মার ছিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দলীয় শুরুতেই সুনিল নারিন ও কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পড়ে তারা। অজিঙ্কা রাহানে ও রাগুবংশী বিপদ সামাল দেওয়ার চেষ্টা করলেও ৪র্থ ওভারে রাহানে, ৬ষ্ঠ ওভারে ভেঙ্কটেশ আইয়ার ও ৭ম ওভারে রাগুবংশী বিদায় নেন। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে রাগুবংশীর ব্যাট থেকে।

এরপর রিঙ্কু সিং ও মানিশ পান্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১১তম ওভারে তারা দুজনই ফিরে যান। রামানদীপ সিং ১২ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেললেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রামানদীপ, আর ১১৬ রানে অলআউট হয় কলকাতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয়

আপডেট সময় : ০১:৩০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রোহিত শর্মার দল।

কলকাতার দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রিকেলটন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ান রোহিত। অপরপ্রান্তে রিকেলটনও স্বচ্ছন্দে ব্যাট চালান। প্রথম পাঁচ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।

এরপর ষষ্ঠ ওভারে আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন রোহিত। উইল জ্যাকস মাঠে নামলেও দলের জয়ের ভিত গড়ে দেন রিকেলটন। ১০ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯/১, ফলে ম্যাচের ফলাফল তখন কেবল সময়ের অপেক্ষা। ১১তম ওভারে উইল জ্যাকস বিদায় নিলে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব, যিনি মাত্র ৯ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন রিকেলটন, যেখানে চারটি চার ও পাঁচটি ছয়ের মার ছিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দলীয় শুরুতেই সুনিল নারিন ও কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পড়ে তারা। অজিঙ্কা রাহানে ও রাগুবংশী বিপদ সামাল দেওয়ার চেষ্টা করলেও ৪র্থ ওভারে রাহানে, ৬ষ্ঠ ওভারে ভেঙ্কটেশ আইয়ার ও ৭ম ওভারে রাগুবংশী বিদায় নেন। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে রাগুবংশীর ব্যাট থেকে।

এরপর রিঙ্কু সিং ও মানিশ পান্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১১তম ওভারে তারা দুজনই ফিরে যান। রামানদীপ সিং ১২ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেললেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন। ১৬তম ওভারের দ্বিতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রামানদীপ, আর ১১৬ রানে অলআউট হয় কলকাতা।