ইসরায়েলের সেনাবাহিনী গাজার রাফাহ শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। সোমবার (১ এপ্রিল) সেনা মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রাফাহসহ কয়েকটি পুরসভা এলাকা খালি করে মানুষকে সরে যেতে বলা হয়েছে।
এর আগে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের পর থেকেই ইসরায়েল গাজায় হামলা জোরদার করেছে। রাফাহ শহর ইতিমধ্যেই ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও প্রাথমিকভাবে ইসরায়েলি সেনারা শহরটি ছাড়ার সিদ্ধান্ত নিলেও পরে জানায়, সীমান্ত নিরাপত্তার কারণে তাদের উপস্থিতি সেখানে জরুরি, কারণ মিসর থেকে অস্ত্রপাচারের অভিযোগ রয়েছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দপ্তরের দাবি, ১৮ মার্চ থেকে ইসরায়েলের নতুন বিমান হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে অর্ধেকই শিশু। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইউনিসেফের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় ৩২২ শিশুর মৃত্যু হয়েছে এবং ৬০৯ জন আহত হয়েছে।