প্রতিবেদনের তথ্য বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, নিখোঁজ রয়েছেন ৩০০ জনের বেশি।
উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে। বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি তীব্র গরমে দুর্গতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তার হাত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেওয়া যায়।