সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি ‘জাট’-এ ঝলক। অনুরাগীরা অভিনেতার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন। তবে সানি কিন্তু বলিউডে নিয়ে বেশ হতাশ। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা।
অভিনেতা বলেন, ‘আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলব দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।’
‘গদর’ অভিনেতা আরও জানান, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন। অভিনেতার কথায়, ‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করব।’