শিরোনাম :
Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কচুয়ায় একই পরিবারের ৮জন প্রতিবন্ধীর মানবেতর জীবন, চান সহযোগিতা

গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব

ইসরায়েল ও হামাসের কাছে গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে মিসর। বিষয়টি নিশ্চিত করেছে দুই মিসরীয় নিরাপত্তা সূত্র। সোমবার চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার কাছে এই তথ্য জানিয়েছেন তারা।খবর গালফ ইউজের।

সূত্র জানায়, রোববার রাতে মিশর এক জরুরি প্রস্তাব পাঠিয়েছে, যার মাধ্যমে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করা যাবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, হামাস পাঁচজন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে একজন ইসরায়েলি-আমেরিকান সেনা রয়েছে। এর বিনিময়ে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ধাপে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, হামাস ইতোমধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআতি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাইয়া কালাস কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফেরার আহ্বান জানান।

আবদেলআতি বলেন, ‘সমস্ত (ইসরায়েলি) বন্দিদের মুক্তির একমাত্র পথ হলো আলোচনার টেবিলে ফেরা ও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা।’

তিনি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলার সমালোচনা করে দ্রুত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার আহ্বান জানান।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৩০ ছাড়িয়েছে।

ইসরায়েল ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ১৮ মার্চ পুনরায় হামলা শুরু করে। এরপর দক্ষিণ, উত্তর ও মধ্য গাজায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে, সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এক হামলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হাইফার কাছে এক হামলাকারী গাড়ি চাপা দেওয়া, ছুরি মেরে ও গুলি চালিয়ে এই হামলা চালায়। পুলিশ দ্রুত হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়েছে।

এই হামলা ইসরায়েলে সংঘটিত প্রথম বড় আক্রমণ, যা গত সপ্তাহে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর ঘটল।

ট্যাগস :

অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মিশরের নতুন প্রস্তাব

আপডেট সময় : ০২:২০:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
ইসরায়েল ও হামাসের কাছে গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে মিসর। বিষয়টি নিশ্চিত করেছে দুই মিসরীয় নিরাপত্তা সূত্র। সোমবার চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার কাছে এই তথ্য জানিয়েছেন তারা।খবর গালফ ইউজের।

সূত্র জানায়, রোববার রাতে মিশর এক জরুরি প্রস্তাব পাঠিয়েছে, যার মাধ্যমে যুদ্ধ বন্ধ করে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করা যাবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, হামাস পাঁচজন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে একজন ইসরায়েলি-আমেরিকান সেনা রয়েছে। এর বিনিময়ে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী ধাপে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, হামাস ইতোমধ্যে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআতি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাইয়া কালাস কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ফেরার আহ্বান জানান।

আবদেলআতি বলেন, ‘সমস্ত (ইসরায়েলি) বন্দিদের মুক্তির একমাত্র পথ হলো আলোচনার টেবিলে ফেরা ও যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা।’

তিনি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নতুন হামলার সমালোচনা করে দ্রুত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যাওয়ার আহ্বান জানান।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭৩০ ছাড়িয়েছে।

ইসরায়েল ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ১৮ মার্চ পুনরায় হামলা শুরু করে। এরপর দক্ষিণ, উত্তর ও মধ্য গাজায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে, সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এক হামলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হাইফার কাছে এক হামলাকারী গাড়ি চাপা দেওয়া, ছুরি মেরে ও গুলি চালিয়ে এই হামলা চালায়। পুলিশ দ্রুত হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়েছে।

এই হামলা ইসরায়েলে সংঘটিত প্রথম বড় আক্রমণ, যা গত সপ্তাহে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর ঘটল।