চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধায়নে পৃথক অভিযানে ২২০ গ্রাম গাঁজা ২০ পিস ইয়াবসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ডিএনসি জেলা কার্যালয় থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃধা বাড়ির মোবারক মৃধা (৪৫), ইসমাইল গাজী (৩৩), ও চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত ১৩ নং ওয়ার্ডের ষোলঘর এলাকার সুমন হাওলাদার (২৩)।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম ও উপ পরিদর্শক তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
আটককৃত দুইজনকে নিয়মিত মামলা ও একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।