শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তহবিল বাতিল করা হয়েছে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার। খবর রয়টার্সের।

ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারিত এই সংবাদমাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। তিনি বলেন, “৮৩ বছরের মধ্যে প্রথমবার ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বড় ধাক্কা।”

ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের ফলে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) এবং ছয়টি ফেডারেল সংস্থাকে কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারি লেককে ভয়েস অব আমেরিকার নতুন পরিচালক মনোনীত করা হয়েছে, যিনি প্রতিষ্ঠানটিকে ‘পচে যাওয়া দৈত্য’ হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়ান লিপাভস্কি বলেছেন, রেডিও ফ্রি ইউরোপ কর্তৃত্ববাদী শাসনের জনগণের জন্য ‘বাতিঘর’ ছিল। রাশিয়া এই সংবাদমাধ্যমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং এর সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।

নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনো এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ।

একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএমের কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন

আপডেট সময় : ০৪:৩২:৪২ অপরাহ্ণ, রবিবার, ১৬ মার্চ ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার (ভিওএ) ১ হাজার ৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তহবিল বাতিল করা হয়েছে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও রেডিও ফ্রি এশিয়ার। খবর রয়টার্সের।

ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, প্রায় ৫০টি ভাষায় সম্প্রচারিত এই সংবাদমাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। তিনি বলেন, “৮৩ বছরের মধ্যে প্রথমবার ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বড় ধাক্কা।”

ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের ফলে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) এবং ছয়টি ফেডারেল সংস্থাকে কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারি লেককে ভয়েস অব আমেরিকার নতুন পরিচালক মনোনীত করা হয়েছে, যিনি প্রতিষ্ঠানটিকে ‘পচে যাওয়া দৈত্য’ হিসেবে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, ‘৮৩ বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, এ জন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল।’

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়ান লিপাভস্কি বলেছেন, রেডিও ফ্রি ইউরোপ কর্তৃত্ববাদী শাসনের জনগণের জন্য ‘বাতিঘর’ ছিল। রাশিয়া এই সংবাদমাধ্যমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে এবং এর সঙ্গে যোগাযোগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে।

নাৎসি প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রচার চালাতে ১৯৪২ সালে ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনো এক সপ্তাহে ভয়েস অব আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ।

একটি গ্রুপ হিসেবে ইউএসএজিএমের কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। কংগ্রেসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে তাদের বাজেট বরাদ্দ ছিল ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।