শিরোনাম :
Logo দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক Logo চাঁদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হতে হবে Logo পঞ্চগড়ের বোদায় ইউপি চেয়ারম্যান আটক Logo চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক Logo চাঁদপুর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার Logo হাবিপ্রবিতে “ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড সাস্টেইনেবল ইকনোমি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo দুই সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ; পালটাপালটি সংবাদ সম্মেলন Logo ভিসির কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন- নিয়ন্ত্রণ প্রোভিসির Logo শিশু আছিয়ার ধর্ষক হিটু শেখের মৃত্যুদণ্ড Logo দেবীগঞ্জে কৃষক লীগ নেতার অডিও ফাঁস; বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে আগুন দেওয়ার পরিকল্পনা

জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে একটি বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন যান। এ সময় তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এর আগে চার দিনের সফরের দ্বিতীয় দিনের সকালে শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় সেখানে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানও ছিলেন।

এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান গুতেরেস। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে অ্যান্টোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ।

এ দিকে তেজগাঁওয়ের বৈঠক শেষে বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার যান। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর সন্ধ্যায় যোগ দেবেন ইফতার আয়োজনে, যেখানে অংশ নেবেন লাখো রোহিঙ্গা। বলা হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে, রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন জাতিসংঘ মহাসচিব।

যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর, কমে গেছে বিদেশি সহায়তা। এতে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ দেখা দিয়েছে। এমন অবস্থায়, আশা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের এই সফরে ইতিবাচক কোনো বার্তা আসতে পারে।

উল্লেখ্য, দুজনই আজ ঢাকায় ফিরে আসবেন। আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই দিন দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবারই করবেন সংবাদ সম্মেলনে। সবশেষ আগামী রোববার তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দর্শনা থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাজাসহ দুজন আটক

জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:৩৩:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে একটি বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন যান। এ সময় তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এর আগে চার দিনের সফরের দ্বিতীয় দিনের সকালে শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় সেখানে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানও ছিলেন।

এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান গুতেরেস। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে অ্যান্টোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ।

এ দিকে তেজগাঁওয়ের বৈঠক শেষে বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার যান। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর সন্ধ্যায় যোগ দেবেন ইফতার আয়োজনে, যেখানে অংশ নেবেন লাখো রোহিঙ্গা। বলা হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে, রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন জাতিসংঘ মহাসচিব।

যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর, কমে গেছে বিদেশি সহায়তা। এতে রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ দেখা দিয়েছে। এমন অবস্থায়, আশা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিবের এই সফরে ইতিবাচক কোনো বার্তা আসতে পারে।

উল্লেখ্য, দুজনই আজ ঢাকায় ফিরে আসবেন। আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই দিন দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবারই করবেন সংবাদ সম্মেলনে। সবশেষ আগামী রোববার তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।