১৫ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি আবাসিক হল ফিরে পাচ্ছে তাদের নিজস্ব স্বকীয়তা। বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে অনুষ্ঠিত হলো প্রোডাক্টিভ রমাদান ও ইফতার সেমিনার।
বৃহস্পতিবার (০৬ মার্চ) হল মসজিদে সেমিনারের আয়োজন করে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবির।
কাওসার হাবিব’র সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন সাচ্চু’র সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্লানিং সম্পাদক, অর্থ সম্পাদক ও অফিস সম্পাদক।
আয়োজনের অংশ হিসেবে হলের প্রায় ৫০০ শতাধিক আবাসিক শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইসলামের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এই প্রয়াস শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজক কমিটি উপস্থিত সকল শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সোহরাওয়ার্দী হলের সাধারণ শিক্ষার্থীরা শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে আজকের আয়োজনে অংশ নিয়ে প্রমাণ করেছেন, সত্যের আলো কখনো নিভে যায় না।