রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। তবে ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরিক্ষা হবে ২ শিফটে। শুক্রবার (৭মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় বারি প্রশাসন।
‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে; ১ম শিফট সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর ২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটি আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় যে, পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে।
শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করে।
উল্লেখ্য এর আগে ৫ মার্চ মেধার ভিত্তিতে বিভিন্ন কেন্দ্রে আসন বিন্যাসের প্রথম তালিকা প্রকাশ করে।