শিরোনাম :
Logo বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo দেশব্যাপী হত্যাকাণ্ড এবং চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় তীব্র প্রতিবাদ Logo উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে মহিলা দলের বিশাল গনমিছিল Logo কচুয়ায় বিএনপির উদ্যোগে লিফলেট বিতরন ও মিছিল Logo চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা বিজেপি’র জেলা কমিটি গঠনকল্পে সমন্বয় সভা আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশে সুস্থধারার রাজনীতির দিকপাল ………উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ

এক বিভাগের পরিক্ষার্থীর সিট অন্য বিভাগে ভোগান্তিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে বিভাগীয় শহরগুলোতে পরিক্ষা নেওয়া হলেও। উত্তরবঙ্গের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে দক্ষিণবঙ্গে।

বুধবার (৫ মার্চ) বিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হলে সেখানে দেখা যায় এ চিত্র।

আইসিটি সেন্টারের তথ্য মতে, এবছর এ, বি, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩, ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০ জন চূড়ান্ত আবেদন করেছে। তবে অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৪ জন। পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৭০০টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্রণী স্কুলে শুধু ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত আসন ১ হাজার ৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৪১৯টি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০০টি পরীক্ষা নেওয়ার আসন রয়েছে।

ভোগান্তির কথা জানিয়ে রংপুর বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,আমরা ভেবেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন সিট প্লান দেখে মনে হচ্ছে সুবিধা থেকে অসুবিধাই বেশি। আগে যেখানে আমার অর্ধেক টাকা হয়ে যেত এখন সেখানে দ্বিগুন টাকা লাগবে। আমি রংপুর বিভাগের শিক্ষার্থী আমার আসেন বিন্যাস হয়েছে চট্টগ্রামে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগিয়ই করবে তাহলে নিজ নিজ বিভাগেই দিল না কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহনের অনুরোধ জানাই।

এ বিষয়ে রাজশাহী বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, আমার বাসা রাজশাহীর দুর্গাপুরে,, আমি এ ইউনিটে এবং বি ইউনিটে আবেদন করি। কিন্তু এ ইউনিটে আমার সেন্টার পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে। প্রথম পছন্দ রাজশাহী সিলেক্ট করার পরেও এসেছে ঢাকাতে।

তিনি আরও বলেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো না ভাইয়া,, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুইটা ইউনিটের আবেদন খুব সহজে করতে পারি নাই। এখন বাড়ির পাশে ক্যাম্পাস রেখে এক্সট্রা টাকা দিয়ে ঢাকা গিয়ে পরীক্ষা দেয়া সম্ভব কোনোভাবেই হয়ে উঠবে না। এখন প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, “ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আসনসংখ্যা ও আবেদনকারীর অসমতার কারণে মেরিট অনুযায়ী সিট নির্ধারণ করা হয়েছে, ফলে কিছু পরীক্ষার্থী দূরের কেন্দ্রে পড়েছে। এক শিফটে পরীক্ষা নেওয়ার কারণে বিকল্প ব্যবস্থা কঠিন, তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় রাখা হবে।”

সার্বিক ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন জানান, “বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেরোবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

এক বিভাগের পরিক্ষার্থীর সিট অন্য বিভাগে ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৯:৪৮:২০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে বিভাগীয় শহরগুলোতে পরিক্ষা নেওয়া হলেও। উত্তরবঙ্গের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে দক্ষিণবঙ্গে।

বুধবার (৫ মার্চ) বিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হলে সেখানে দেখা যায় এ চিত্র।

আইসিটি সেন্টারের তথ্য মতে, এবছর এ, বি, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩, ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০ জন চূড়ান্ত আবেদন করেছে। তবে অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৪ জন। পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। এদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৭০০টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্রণী স্কুলে শুধু ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত আসন ১ হাজার ৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৪১৯টি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০০টি পরীক্ষা নেওয়ার আসন রয়েছে।

ভোগান্তির কথা জানিয়ে রংপুর বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন,আমরা ভেবেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন সিট প্লান দেখে মনে হচ্ছে সুবিধা থেকে অসুবিধাই বেশি। আগে যেখানে আমার অর্ধেক টাকা হয়ে যেত এখন সেখানে দ্বিগুন টাকা লাগবে। আমি রংপুর বিভাগের শিক্ষার্থী আমার আসেন বিন্যাস হয়েছে চট্টগ্রামে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগিয়ই করবে তাহলে নিজ নিজ বিভাগেই দিল না কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহনের অনুরোধ জানাই।

এ বিষয়ে রাজশাহী বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, আমার বাসা রাজশাহীর দুর্গাপুরে,, আমি এ ইউনিটে এবং বি ইউনিটে আবেদন করি। কিন্তু এ ইউনিটে আমার সেন্টার পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে। প্রথম পছন্দ রাজশাহী সিলেক্ট করার পরেও এসেছে ঢাকাতে।

তিনি আরও বলেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো না ভাইয়া,, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই দুইটা ইউনিটের আবেদন খুব সহজে করতে পারি নাই। এখন বাড়ির পাশে ক্যাম্পাস রেখে এক্সট্রা টাকা দিয়ে ঢাকা গিয়ে পরীক্ষা দেয়া সম্ভব কোনোভাবেই হয়ে উঠবে না। এখন প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, “ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আসনসংখ্যা ও আবেদনকারীর অসমতার কারণে মেরিট অনুযায়ী সিট নির্ধারণ করা হয়েছে, ফলে কিছু পরীক্ষার্থী দূরের কেন্দ্রে পড়েছে। এক শিফটে পরীক্ষা নেওয়ার কারণে বিকল্প ব্যবস্থা কঠিন, তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় রাখা হবে।”

সার্বিক ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন জানান, “বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।”