স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৭২৪ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট৷ এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছে তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং। সোমবার (৩ মার্চ) রাত থেকেই চলছে এ কার্যক্রম।

দেখা গেছে, বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ নিয়ে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রের নির্দেশে রাজধানীতে নেমেছে বিজিবি

আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশব্যাপী চলছে অপারেশন ডেভিল হান্ট৷ এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছে তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং। সোমবার (৩ মার্চ) রাত থেকেই চলছে এ কার্যক্রম।

দেখা গেছে, বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ নিয়ে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।