বাগেরহাট প্রতিনিধি:
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর উদ্যোগে “নবায়নযোগ্য জ্বালানি ও তারুণ্য” বিষয়ক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী বির্তকের আজ প্রথম দিন সোমবার (২৪ ফেব্রুয়ারী) কে,জে ,এস, পি ইউ রাজাপুর স্কুল এন্ড কলেজে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আজকের বিতর্ক প্রতিযোগিতার মূল বিষয় ছিল “জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ করে, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেকারত্ব দূরীভূত হবে”। এই বিষয়ে শিক্ষার্থীরা তাদের যুক্তি ও মতামত উপস্থাপন করে। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং এর প্রসারে তরুণদের ভূমিকা নিয়ে প্রতিযোগীরা বিশদ আলোচনা করে।
অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক কার্তিক চন্দ্র দাশ এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষন নলিনি রঞ্জন পাল, সহকারী প্রধান শিক্ষিক সুজিত কুমার দাস এবং পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সহ-সভাপতি মোল্লা মনিরুজ্জামান নাম। তাদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।