শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

দুশ্চিন্তার পাশাপাশি অবসাদ কমায় গুলঞ্চ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে

আমাদের এই অঞ্চলে বহু বছর ধরে ঘরোয়া চিকিৎসায় গুলঞ্চের ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদ-শাস্ত্রে গুলঞ্চকে ‘অমৃত’ হিসেবে উল্লেখ করা হয়। গুল্মটি অন্য উদ্ভিদের ওপর বেয়ে ওঠা লতানো একটি উদ্ভিদ। কাণ্ডের উপরিভাগ খসখসে ফাটলযুক্ত। আবরণ বিস্কুট রঙের। পাতা হৃদয়াকৃতির এবং বোঁটা লম্বা।

গুলঞ্চের প্রতিটি অংশে স্বাস্থ্য–উপকারিতা থাকলেও সবচেয়ে উপকারী উপাদানগুলো আছে এর কাণ্ডে। দীর্ঘমেয়াদি হাঁপানি, ডায়রিয়া, জ্বর, ডায়াবেটিসসহ নানান সংক্রমণের চিকিৎসায় গুলঞ্চ ব্যবহৃত হয়ে আসছে।

কেন উপকারী গুলঞ্চ:

গুলঞ্চে টারপিনয়েড, অ্যালকালয়েড, লিগন্যান ও স্টেরয়েডের মতো উপাদানের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এসব যৌগের মধ্যে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য।

গুলঞ্চের আরও আট উপকারিতা:

১. গুলঞ্চে আছে অ্যালকালয়েড যৌগ বারবেরিন। গবেষণায় দেখা যায়, বারবেরিন রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়া বারবেরিন ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনের মতো কাজ করে।

২. গুলঞ্চ রক্তের লো-ডেনসিটি (কম ঘনত্বের) লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

৩. গুলঞ্চে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।

৪. অ্যালার্জির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

৫. জ্বর উপশমে সাহায্য করে।

৬. মানসিক স্বাস্থ্যের সমস্যা, যেমন দুশ্চিন্তা ও অবসাদ কমাতে সাহায্য করে গুলঞ্চ।

৭. গুলঞ্চ দীর্ঘস্থায়ী কাশি ও হাঁপানি নিরাময়ে সহায়তা করে।

৮. বিভিন্ন ধরনের চর্মরোগ নিরাময়ে ভূমিকা রাখে।

যেভাবে খাবেন গুলঞ্চ:

গুলঞ্চ গুঁড়া প্রায় বাজারেই কিনতে পাওয়া যায়। অনেকে আবার গুলঞ্চের কাণ্ড ও পাতার রসও গ্রহণ করেন। গুলঞ্চে যেমন বিভিন্ন উপকারিতা আছে, তেমনি অতিরিক্ত গুলঞ্চ গ্রহণ কিছু শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। মূলত অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের গুলঞ্চ গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়।

সূত্র: হেলথ লাইন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

দুশ্চিন্তার পাশাপাশি অবসাদ কমায় গুলঞ্চ

আপডেট সময় : ০২:০২:০৪ অপরাহ্ণ, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের এই অঞ্চলে বহু বছর ধরে ঘরোয়া চিকিৎসায় গুলঞ্চের ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদ-শাস্ত্রে গুলঞ্চকে ‘অমৃত’ হিসেবে উল্লেখ করা হয়। গুল্মটি অন্য উদ্ভিদের ওপর বেয়ে ওঠা লতানো একটি উদ্ভিদ। কাণ্ডের উপরিভাগ খসখসে ফাটলযুক্ত। আবরণ বিস্কুট রঙের। পাতা হৃদয়াকৃতির এবং বোঁটা লম্বা।

গুলঞ্চের প্রতিটি অংশে স্বাস্থ্য–উপকারিতা থাকলেও সবচেয়ে উপকারী উপাদানগুলো আছে এর কাণ্ডে। দীর্ঘমেয়াদি হাঁপানি, ডায়রিয়া, জ্বর, ডায়াবেটিসসহ নানান সংক্রমণের চিকিৎসায় গুলঞ্চ ব্যবহৃত হয়ে আসছে।

কেন উপকারী গুলঞ্চ:

গুলঞ্চে টারপিনয়েড, অ্যালকালয়েড, লিগন্যান ও স্টেরয়েডের মতো উপাদানের সন্ধান পেয়েছেন গবেষকেরা। এসব যৌগের মধ্যে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্য।

গুলঞ্চের আরও আট উপকারিতা:

১. গুলঞ্চে আছে অ্যালকালয়েড যৌগ বারবেরিন। গবেষণায় দেখা যায়, বারবেরিন রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়া বারবেরিন ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনের মতো কাজ করে।

২. গুলঞ্চ রক্তের লো-ডেনসিটি (কম ঘনত্বের) লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

৩. গুলঞ্চে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।

৪. অ্যালার্জির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

৫. জ্বর উপশমে সাহায্য করে।

৬. মানসিক স্বাস্থ্যের সমস্যা, যেমন দুশ্চিন্তা ও অবসাদ কমাতে সাহায্য করে গুলঞ্চ।

৭. গুলঞ্চ দীর্ঘস্থায়ী কাশি ও হাঁপানি নিরাময়ে সহায়তা করে।

৮. বিভিন্ন ধরনের চর্মরোগ নিরাময়ে ভূমিকা রাখে।

যেভাবে খাবেন গুলঞ্চ:

গুলঞ্চ গুঁড়া প্রায় বাজারেই কিনতে পাওয়া যায়। অনেকে আবার গুলঞ্চের কাণ্ড ও পাতার রসও গ্রহণ করেন। গুলঞ্চে যেমন বিভিন্ন উপকারিতা আছে, তেমনি অতিরিক্ত গুলঞ্চ গ্রহণ কিছু শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। মূলত অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের গুলঞ্চ গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়।

সূত্র: হেলথ লাইন