শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

পা ও ঠোঁট কেন ফাটে, কী করণীয়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৬:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
  • ৭৩৮ বার পড়া হয়েছে
শীতকাল ছাড়াও অনেকের সারা বছরই হাত, পা ও ঠোঁটের চামড়া ফেটে যায়। বিশেষ করে শীতকালে এটা তীব্রতর হয় যা কষ্টকর ও বিব্রতকর।

ঠোঁটের সমস্যা
ঠোঁটের চামড়া পুরু হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, ফেটে রক্ত বের হয়ে যায়। কারও ঠোঁট পাতলা হয়ে যায়, লাল হয়ে ব্যথা হয়, ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে।

কারণ
কিছু সাধারণ কারণ এবং কিছু রোগের জন্য হয়।

সাধারণ কারণ-
১. অতিরিক্ত শুষ্কতা।
২. অতিরিক্ত ঠাণ্ডা বাতাস ও পানি ব্যবহার।
৩. অতিরিক্ত রোদ্রে যাওয়া।
৪. দাঁত দিয়ে ঠোঁট কাটা।
৫. এলার্জী হয় এমন কসমেটিকস ব্যবহার ও লিপষ্টিক, লিপ বাম, পমেড ইত্যাদি।
৬. দীর্ঘ দিন Retinoid Therapy নেওয়া।
৭. টুথপেষ্ট, সানস্ক্রিন ব্যবহার ও টুথব্রাশের আঘাত।

চর্ম রোগের কারণ
১. একজিমা
২. Atopic Dermatitis
৩. সোরিয়াসিস
৪. লাইকেন প্লেনাস
৫. Actinic Keratosis
৬. ছত্রাক-(Candida) জনিত সংক্রমন।

চিকিৎসা
১. অতিরিক্ত ঠাণ্ডা, বাতাস বা রোদ্রে না যাওয়া।
২. দাঁত দিয়ে ঠোঁট ফাটা বন্ধ করা।
৩. যে সব Cosmetics- এলার্জী বহন করে তা ব্যবহার না করা, যেমন- লিপিষ্টিক, লিপ লাইনার, লিপ বাম, পমেড ইত্যাদি
৪. কোন চর্ম রোগ থাকলে তার চিকিৎসা করা।
৫. Glycerine, Olive oil, Liquid paraffin Vaseline, white Petroleum jelly ইত্যাদি সবসময় ব্যবহার করা।
৬. Infection হলে দ্রুত চিকিৎসা নেওয়া।

পায়ের সমস্যা পা ফাটা (Creased Sole)
পায়ের গোড়ালী, পায়ের দুই পাশ, পায়ের আঙ্গুলের অগ্রভাগ ও পায়ের তলার চামড়া পুরু হয়ে যায়। চামড়া উঠে এবং ফেটে যায়। ফেটে রক্ত বের হয়ে যায়। Infection হলে ব্যথা হতে পারে।

পা ফাটার কারণ
কিছু সাধারণ কারণ এবং কিছু চর্ম রোগের কারণে পা ফাটা।

সাধারণ কারণ
১. শুষ্ক চামড়া।
২. অতিরিক্ত ঠাণ্ডা ও পানি ব্যবহার।
৩. সাবান/স্যাভলন/ডেটল/ স্যানিটাইজার/ অন্যান্য ডিটারজেন বেশি ব্যবহার করা ।

চর্ম রোগের করণে
১. Chronic Eczema
২. Atopic Dermatitis
৩. Psoriasis
৪. Fungal Infection
৫. Hypothyroidism
৬. অন্যান্য চর্ম রোগ

চিকিৎসা
১. বেশি পানি ও detergent ব্যবহার না করা।
২. অতিরিক্ত ঠাণ্ডা না লাগানো।
৩. মোজা ব্যবহার করা।
৪. ময়েশ্বারাইজার ব্যবহার করা যেমন- Vaseline, Olive oil, Glycerine, Liquid paraffin Vaseline, white Petroleum jelly ইত্যাদি ক্রিম/লোশন ব্যবহার করা।
৫. Urea, Salicylic acid, Lactic acid, Kojic acid, Retinoic acid ক্রিম বা মলম ব্যবহার করা।
৬. নির্দিষ্ট চর্ম রোগের চিকিৎসা করা।
৭. Infection ও ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া।
৮. সাধারণ চিকিৎসায় ভাল না হলে চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ।

লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

পা ও ঠোঁট কেন ফাটে, কী করণীয়

আপডেট সময় : ১১:৪৬:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
শীতকাল ছাড়াও অনেকের সারা বছরই হাত, পা ও ঠোঁটের চামড়া ফেটে যায়। বিশেষ করে শীতকালে এটা তীব্রতর হয় যা কষ্টকর ও বিব্রতকর।

ঠোঁটের সমস্যা
ঠোঁটের চামড়া পুরু হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, ফেটে রক্ত বের হয়ে যায়। কারও ঠোঁট পাতলা হয়ে যায়, লাল হয়ে ব্যথা হয়, ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে।

কারণ
কিছু সাধারণ কারণ এবং কিছু রোগের জন্য হয়।

সাধারণ কারণ-
১. অতিরিক্ত শুষ্কতা।
২. অতিরিক্ত ঠাণ্ডা বাতাস ও পানি ব্যবহার।
৩. অতিরিক্ত রোদ্রে যাওয়া।
৪. দাঁত দিয়ে ঠোঁট কাটা।
৫. এলার্জী হয় এমন কসমেটিকস ব্যবহার ও লিপষ্টিক, লিপ বাম, পমেড ইত্যাদি।
৬. দীর্ঘ দিন Retinoid Therapy নেওয়া।
৭. টুথপেষ্ট, সানস্ক্রিন ব্যবহার ও টুথব্রাশের আঘাত।

চর্ম রোগের কারণ
১. একজিমা
২. Atopic Dermatitis
৩. সোরিয়াসিস
৪. লাইকেন প্লেনাস
৫. Actinic Keratosis
৬. ছত্রাক-(Candida) জনিত সংক্রমন।

চিকিৎসা
১. অতিরিক্ত ঠাণ্ডা, বাতাস বা রোদ্রে না যাওয়া।
২. দাঁত দিয়ে ঠোঁট ফাটা বন্ধ করা।
৩. যে সব Cosmetics- এলার্জী বহন করে তা ব্যবহার না করা, যেমন- লিপিষ্টিক, লিপ লাইনার, লিপ বাম, পমেড ইত্যাদি
৪. কোন চর্ম রোগ থাকলে তার চিকিৎসা করা।
৫. Glycerine, Olive oil, Liquid paraffin Vaseline, white Petroleum jelly ইত্যাদি সবসময় ব্যবহার করা।
৬. Infection হলে দ্রুত চিকিৎসা নেওয়া।

পায়ের সমস্যা পা ফাটা (Creased Sole)
পায়ের গোড়ালী, পায়ের দুই পাশ, পায়ের আঙ্গুলের অগ্রভাগ ও পায়ের তলার চামড়া পুরু হয়ে যায়। চামড়া উঠে এবং ফেটে যায়। ফেটে রক্ত বের হয়ে যায়। Infection হলে ব্যথা হতে পারে।

পা ফাটার কারণ
কিছু সাধারণ কারণ এবং কিছু চর্ম রোগের কারণে পা ফাটা।

সাধারণ কারণ
১. শুষ্ক চামড়া।
২. অতিরিক্ত ঠাণ্ডা ও পানি ব্যবহার।
৩. সাবান/স্যাভলন/ডেটল/ স্যানিটাইজার/ অন্যান্য ডিটারজেন বেশি ব্যবহার করা ।

চর্ম রোগের করণে
১. Chronic Eczema
২. Atopic Dermatitis
৩. Psoriasis
৪. Fungal Infection
৫. Hypothyroidism
৬. অন্যান্য চর্ম রোগ

চিকিৎসা
১. বেশি পানি ও detergent ব্যবহার না করা।
২. অতিরিক্ত ঠাণ্ডা না লাগানো।
৩. মোজা ব্যবহার করা।
৪. ময়েশ্বারাইজার ব্যবহার করা যেমন- Vaseline, Olive oil, Glycerine, Liquid paraffin Vaseline, white Petroleum jelly ইত্যাদি ক্রিম/লোশন ব্যবহার করা।
৫. Urea, Salicylic acid, Lactic acid, Kojic acid, Retinoic acid ক্রিম বা মলম ব্যবহার করা।
৬. নির্দিষ্ট চর্ম রোগের চিকিৎসা করা।
৭. Infection ও ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া।
৮. সাধারণ চিকিৎসায় ভাল না হলে চর্ম রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া ।

লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা।