তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয়

0
6

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০জনেে মৃত্যু ও ৩২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

জানা গেছে,পুরু বরফের চাদর সরিয়ে এই মূলত কাঠের এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। অনেক পর্যটকদের পছন্দের জায়গা এটি।পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৩টা নাগাদ রেস্তোরাঁর অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সুত্রের খবর,রির্সোটে অবস্থানকারীদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ লোক অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।