শিরোনাম :
Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে সেমিনার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

জুবাইর হোসেন (রাবি):

ভবিষ্যত নেতাদের জন্য অনুপ্রেরণামূলক ভূমিকা মডেল বিষয়ক সেমিনার আয়োজন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রুয়েটের অডিটোরিয়ামে ‘ফায়ারসাইড চ্যাট: স্টেম-এ ভবিষ্যত নেতাদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা’শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় ।

সেমিনারে 10 munite স্কুলের প্রতিষ্ঠতা পরিচালক আয়মান সাদিক কেস সল্ভিং নিয়ে কথা বলেন, প্রবলেম সল্ভিং এর প্রথম কাজ প্রবলেম নির্বাচন করা। প্রবলেম এবং সিমটোম আলাদা করতে পারলেই প্রবলেম সল্ভ করা অনেক সহজ। প্রবলেম খুজতে গভির ভাবে ভাবতে হবে, প্রশ্ন করতে হবে কেন, যদি উত্তর পাই সেটা সমস্যা নয় সেটা উপসর্গ। প্রব্লেম পাইলেই সেটা নিয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, অবজেক্টিভ হতে হবে। সবাই এ আই ব্যবহার করতে পারে কিন্তু যাদের বলার স্টাইল যত স্মার্ট হবে তার উত্তরও স্মার্ট হবে। নিজের স্কিলকে ও ভুলগুলো খুঁজে বের করতে হবে।

সেমিনারে লিড বাংলাদেশের আঞ্চলিক ম্যানেজার উম্মে আফতাহুন মোহনা বলেন, প্রথম দেখাই নিজেকে এমন ভাবে প্রমান করতে হবে যাতে আমার বস ভাবতে বাধ্য হয় যে আমি যাকে খুজছি এই সেই ব্যক্তি। নারীদের চিন্তা করতে করতে হবে একজন পুরুষের মতোই। শুধু স্কিল থাকলেই হবে না তার সাথে যোগাযোগ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন কে ভালোভাবে গড়তে হলে অবশ্যই একজন ভালো মেন্টরের সাহায্য নিতে হবে। জীবনে বাধা আসবে কিন্তু সেগুলোকে সহজ ভাবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সেমিনারে A2i এর হেড প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল ফাহিম বলেন, স্টেমে দেখা যায় নারীরা অনেক পিছিয়ে। স্টেমের রিপোর্ট অনুযায়ী ১২% নারী ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ১০০% ইনোভেশন হাব তৈরি করতে হবে। জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিলো নীতিনির্ধারকদের ও শিক্ষার্থীদের রাষ্ট্রকাঠামো না বোঝা। রাষ্ট্রকাঠামো বোঝার জন্য ই-পার্টিসিপেশনের মাধ্যমে ছাত্র জনতার মতামত নিতে হবে।

সেমিনারটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শী-স্টেম প্রকল্পের আওতায় টেন মিনিট স্কুল, ডেভলার্ন, লাইটক্যাস্টল পার্টনার্স এবং পলিসি একচেন্জ বাস্তবায়ন হয়।

সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টার নীতি উপদেষ্টা, ফয়েজ আহমাদ তাইয়েব ভিডিও বার্তায় কথা বলেন।

এছাড়াও সেমিনারে কথা বলেন, রুয়েট উপাচার্য, বিভিন্ন ফ্যাকাল্টির ডিনস, লাইটক্যাসল পার্টনার্স এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও,বিজন ইসলাম, a2i এর প্রধান বিশ্লেষক মোঃ আফজাল হোসেন সারওয়ার, H&M এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়া শারমিন আক্তার দিবা

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুয়েটে স্টেম শিক্ষার্থীদের নিয়ে সেমিনার

আপডেট সময় : ০৫:৫৪:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

জুবাইর হোসেন (রাবি):

ভবিষ্যত নেতাদের জন্য অনুপ্রেরণামূলক ভূমিকা মডেল বিষয়ক সেমিনার আয়োজন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রুয়েটের অডিটোরিয়ামে ‘ফায়ারসাইড চ্যাট: স্টেম-এ ভবিষ্যত নেতাদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা’শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় ।

সেমিনারে 10 munite স্কুলের প্রতিষ্ঠতা পরিচালক আয়মান সাদিক কেস সল্ভিং নিয়ে কথা বলেন, প্রবলেম সল্ভিং এর প্রথম কাজ প্রবলেম নির্বাচন করা। প্রবলেম এবং সিমটোম আলাদা করতে পারলেই প্রবলেম সল্ভ করা অনেক সহজ। প্রবলেম খুজতে গভির ভাবে ভাবতে হবে, প্রশ্ন করতে হবে কেন, যদি উত্তর পাই সেটা সমস্যা নয় সেটা উপসর্গ। প্রব্লেম পাইলেই সেটা নিয়ে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, অবজেক্টিভ হতে হবে। সবাই এ আই ব্যবহার করতে পারে কিন্তু যাদের বলার স্টাইল যত স্মার্ট হবে তার উত্তরও স্মার্ট হবে। নিজের স্কিলকে ও ভুলগুলো খুঁজে বের করতে হবে।

সেমিনারে লিড বাংলাদেশের আঞ্চলিক ম্যানেজার উম্মে আফতাহুন মোহনা বলেন, প্রথম দেখাই নিজেকে এমন ভাবে প্রমান করতে হবে যাতে আমার বস ভাবতে বাধ্য হয় যে আমি যাকে খুজছি এই সেই ব্যক্তি। নারীদের চিন্তা করতে করতে হবে একজন পুরুষের মতোই। শুধু স্কিল থাকলেই হবে না তার সাথে যোগাযোগ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন কে ভালোভাবে গড়তে হলে অবশ্যই একজন ভালো মেন্টরের সাহায্য নিতে হবে। জীবনে বাধা আসবে কিন্তু সেগুলোকে সহজ ভাবে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

সেমিনারে A2i এর হেড প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ আল ফাহিম বলেন, স্টেমে দেখা যায় নারীরা অনেক পিছিয়ে। স্টেমের রিপোর্ট অনুযায়ী ১২% নারী ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ১০০% ইনোভেশন হাব তৈরি করতে হবে। জুলাই বিপ্লবের অন্যতম কারণ ছিলো নীতিনির্ধারকদের ও শিক্ষার্থীদের রাষ্ট্রকাঠামো না বোঝা। রাষ্ট্রকাঠামো বোঝার জন্য ই-পার্টিসিপেশনের মাধ্যমে ছাত্র জনতার মতামত নিতে হবে।

সেমিনারটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত শী-স্টেম প্রকল্পের আওতায় টেন মিনিট স্কুল, ডেভলার্ন, লাইটক্যাস্টল পার্টনার্স এবং পলিসি একচেন্জ বাস্তবায়ন হয়।

সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টার নীতি উপদেষ্টা, ফয়েজ আহমাদ তাইয়েব ভিডিও বার্তায় কথা বলেন।

এছাড়াও সেমিনারে কথা বলেন, রুয়েট উপাচার্য, বিভিন্ন ফ্যাকাল্টির ডিনস, লাইটক্যাসল পার্টনার্স এর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও,বিজন ইসলাম, a2i এর প্রধান বিশ্লেষক মোঃ আফজাল হোসেন সারওয়ার, H&M এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়া শারমিন আক্তার দিবা

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।